promotional_ad

লিটন কেন তিনে, সাকিবের ব্যাখ্যা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন আফগানিস্তান স্পিনাররা নাকানি চুবানি খাইয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ইনিংসের শুরু থেকেই স্পিন দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টায় ছিল রশিদ খানের দল। তাদের পরিকল্পনা থামাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছিল বাংলাদেশ


প্রথম ওভারে উইকেট হারানোর পর ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন তৈরি করতে সৌম্য সরকারের সঙ্গে ব্যাটিং করতে পাঠানো হয় ডানহাতি ব্যাটসম্যান লিটন দাসকে। লোয়ার মিডল অর্ডার ছেড়ে টপ অর্ডারে লিটনকে পাঠিয়ে শুরুর ধাক্কা ভালোভাবেই সামাল দিয়েছিল টাইগাররা।



promotional_ad

অধিনায়ক সাকিব আল হাসানও সংবাদ সম্মেলনে এসে পরিকল্পনায় সফল হওয়ার কথাই বললেন।  জানিয়েছেন, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন তৈরি করতেই লিটনকে টপ অর্ডারে পাঠিয়েছিল টিম ম্যানেজম্যান্ট।


বিশেষ করে মোহাম্মদ নবিকে থামাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানান সাকিব। সামনেও এই পরিকল্পনা নিয়ে মাঠে নামার চিন্তা ভাবনা করবে দল বলেও জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


সাকিব বলেন, 'যেহেতু লিটন স্পিনটা ভালো খেলে প্লাস ওদের একজন অফ স্পিনারও বোলিং করছে এক সাইড থেকে নতুন বলে অনেকক্ষণ।  আমাদের টপ অর্ডারে পর পর তেমন বাঁহাতি ব্যাটসম্যান যাওয়ার থেকে একজন যদি মিক্সড থাকে আমার কাছে মনে হয় ওটা আমাদের জন্য ভালো ছিল যেটা আমার কাছে মনে হয় যে ওই পরিকল্পনায় আমরা অনেকটাই সাকসেসফুল ছিলাম।



যে লিটন অনেকক্ষণ মোহাম্মদ নবিকে খেলেছে এবং বেশ ভালোভাবে সামলেছে। কারণ নবি ভাই বাঁহাতিদের জন্য সবসময় বেশ কার্যকারী ডানহাতিদের তুলনায়। এই কারণেই আসলে তিন নম্বরে ব্যাটিং করানো হয়েছে যে আমরা মিক্সড করে রাখতে চেয়েছি যে ব্যাটিং লাইন আপটি বাঁহাতি-ডানহাতি করে রাখা যায়, যদিও টেস্টে এটি কঠিন এরপরেও চেষ্টা ছিল যতক্ষণ এটি করা যায় বা যতবার করা সম্ভব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball