জয়ের বিশ্বাস রাখছে আফগানিস্তান
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৪৮ রানে এগিয়ে আছে আফগানিস্তান। আফগানদের করা ৩৪২ রানের জবাবে ১৯৪ রানে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের এমন অবস্থায় জয়ের বিশ্বাস রাখছে আফগানিস্তান।
দলটির লেগ স্পিনার কাইস আহমেদ জানিয়েছেন, বৃষ্টির কারণে আজকে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছুটা সুবিধা পেয়েছেন। ভেজা আউটফিল্ডের কারণ বলও কিছুটা ভেজা ছিল। তবে তৃতীয় দিনের শুরুতেই নতুন বল পাবে আফগানরা। নতুন বলে ভালো বোলিংয়ের আশাবাদী এই আফগান স্পিনার।

এ প্রসঙ্গে কাইস বলেন, 'আমরা বিশ্বাস রাখছি যে আমাদের এই ম্যাচ জেতার সুযোগ আছে। আজকে বৃষ্টি বাংলাদেশের ব্যাটসম্যানদের সাহায্য করেছে। বল ভেজা ছিল এবং এটা খুব সহজ ছিল না আমাদের জন্য। আগামীকাল আমরা নতুন বল পাবো এবং এটা আমাদের কাজে দেবে।'
কাইস মনে করেন বৃষ্টির কারণে উইকেটেও ভাঙন ধরেনি। ফলে বোলাররা সেখান থেকে সুবিধা আদায় করে নিতে পারছে না। তবে দ্বিতীয় দিনের শেষের দিকে উইকেটে ফাটল ধরায় সন্তুষ্ট এই আফগান স্পিনার।
'দিনের শুরুতে উইকেটে খুব বেশি ভাঙন ছিল না। ম্যাচের মাঝপথে ভাঙন শুরু হয়েছে আবারও বৃষ্টির কারণে ভাঙনও কিছুটা কম হয়েছে।'
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আফগানদের লক্ষ্য হবে বাংলাদেশের শেষ দুই উইকেট দ্রুতই তুলে নেয়া। দ্রুত বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে পারলে বড় লিড পাবে রশিদ খানের দল।