promotional_ad

আইয়ার ও মনিষে সমাধানের খোঁজে ভারত

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে বর্তমানে ভালো ফর্মে আছেন ভারতের দুই টপ অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার এবং মনিষ পান্ডে। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতেই হাফ সেঞ্চুরির দেখা পান আইয়ার। 


আর ডানহাতি ব্যাটসম্যান মনিষ দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে খেলেন ৮১ রানের ইনিংস।  তাই মিডল অর্ডারের যোগ্য ব্যাটসম্যান হিসেবে আইয়ার এবং পান্ডেকেই এগিয়ে রেখেছেন সদ্য দায়িত্ব প্রাপ্ত ব্যাটিং কোচ বিক্রম রাথোর।



promotional_ad

সঞ্জয় বাঙ্গারের স্থলাভিষিক্ত হওয়া রাথোর বলেন, 'শ্রেয়াস আইয়ার ভালো খেলেছে গত কয়েক ম্যাচে এবং আমাদের মনিষ পান্ডে রয়েছে। এই দুই খেলোয়াড় আসলেই ভালো খেলেছে ঘরোয়া ক্রিকেটে এবং ভারত এ দলের হয়ে। এই ব্যাটসম্যানরা তাদের কাজটি করতে সক্ষম এবং এক্ষেত্রে আমার কোনো সন্দেহ নেই।'


টেস্টে ওপেনিং জুটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাথোর। গত কয়েক ম্যাচে ওপেনিংয়ে বড় জুটি গড়তে পারেননি ব্যাটসম্যানেরা। এই সমস্যা সমাধানের জন্য পাইপলাইনে থাকা ক্রিকেটারদের ব্যবহার করার পক্ষে ভারতের নতুন ব্যাটিং কোচ। 


রাথোর বলেন, 'ওয়ানডেতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করছে না এবং আমাদের অবশ্যই এর সমাধান করতে হবে। আরেকটি উদ্বেগের জায়গা হলো টেস্টে ওপেনিং জুটি। আমাদের অপশন আছে এবং এখানে অনেক স্বাস্থ্যকর প্রতিযোগিতা রয়েছে। তবে তারা যেন ধারাবাহিক হতে পারে সেই উপায় বের করতে হবে আমাদের।'



আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের পর ২ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের আগেই ওপেনিং এবং মিডল অর্ডার কম্বিনেশন ঠিক করতে চাইবে ভারত।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball