promotional_ad

তাইজুল-মোসাদ্দেকে এগোচ্ছে বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ প্রথম ইনিংসঃ- ১৮৩/৮, ওভার- ৬৫
(মোসাদ্দেক ৩৭*, তাইজুল ১০*)


আফগানিস্তান প্রথম ইনিংসঃ ৩৪২/১০, ওভার- ১১৭
(রহমত ১০২, আসগর ৯২, রশিদ ৫১; তাইজুল ৪/১১৬, নাঈম ২/ ৪৩)


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করা আফগানিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয়েছে। টেস্টে এটাই আফগানদের সেরা ইনিংস। জবাবে ব্যাটিং করছে বাংলাদেশ। 


তাইজুল-মোসাদ্দেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশঃ-


দ্রুত উইকেট হারানো বাংলাদেশ দলের শেষ বিকেল রাঙাচ্ছেন তাইজুল ইসলাম এবং মোসাদ্দেক হোসেন। দুজন মিলে এখন পর্যন্ত গড়েছেন ৩৭ রানের জুটি। 


চট্টগ্রামে উঁকি দিয়ে গেল বৃষ্টিঃ


জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি শুরু হয়েছে। উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়ে আব্র থেমেও গিয়েছে। এই মুহূর্তে উইকেট কভার দিয়ে ঢাকা।


আগ্রাসী হাফ সেঞ্চুরি করে ফিরলেন মুমিনুলঃ


ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যেও আগ্রাসী ফিফটি হাকান মুমিনুল। আগ্রাসী খেলতে গিয়ে আসগর আফগানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাঁর উইকেটটি নেন মোহাম্মদ নবি। ৭১ বলে আটটি চারে ৫২ রান করে ফেরেন মুমিনুল।



promotional_ad

রশিদে কাবু মাহমুদউল্লাহঃ


রশিদের বল বুঝতে না পেরে বোল্ড হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদও (৭)।


রশিদের জোড়াঃ


রশিদ খানের অসাধারণ ফ্লিপার বুঝতে পারেননি সাকিব আল হাসান। লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান তিনি। এক্ষেত্রে রিভিউ নিয়েও ব্যর্থ হয়েছেন সাকিব। ফেরার আগে করেন ১১ রান। এর দুই বল পরেই শর্ট লেগে ক্যাচ দিয়ে ০ রানে ফেরেন মুশফিকও। এরপরই চা বিরতিতে যান দুই দলের ক্রিকেটাররা।


অবেলায় ফিরলেন সৌম্য-লিটনঃ


সাদমানকে দ্রুত হারানোর পর উইকেট বুঝতে টেস্ট মেজাজে ব্যাটিং করার চেষ্টা করেছেন সৌম্য সরকার এবং লিটন দাস। তবে ব্যর্থ হয়েছেন দুজন। ১৭ রান করা সৌম্যকে লেগ বিফোর উইকেটের শিকার বানিয়ে ফেরান মোহাম্মদ নবি।


৬৬ বল খেলা সৌম্য এ দিন একটি বাউন্ডারিও হাঁকাতে পারেননি। লিটন দাস সমান ৬৬ বলে করেছেন ৩৩ রান। তাঁকে বোল্ড করে ফিরিয়েছেন রশিদ খান। 


রিভিউ নিয়ে বাঁচলেন লিটনঃ


ষষ্ঠ ওভারের প্রথম বলেই মোহাম্মদ নবির বলে লেগ বিফোর উইকেটের শিকার হতে যাচ্ছিলেন লিটন দাস। আম্পায়ার আউটের সিদ্ধান্তও দিয়েছিল। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গিয়েছেন লিটন। টিভি রিপ্লেতে দেখা যায়, নবির বলটি লাইনচ্যুত ছিল।


সাদমানের বিদায়ঃ 


আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেই উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। ইনিংসের চতুর্থ বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।



আফগান পেসার ইয়ামিন আহমেদজাইয়ের অফ স্টাম্পে পড়া বলটি হালকা বেরিয়ে যাওয়ার সময় সাদমানের ব্যাটের কানায় লাগে। ঝাপিয়ে পড়ে ক্যাচটি লুফে নেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।


প্রথম ইনিংসের বিবরণঃ


রহমত শাহের সেঞ্চুরিতে ৩৪২ রানের বড় সংগ্রহ করেছে আফগানিস্তান। সঙ্গে আসগর আফগানের দায়িত্বশীল ব্যাটিং এবং রশিদ খানের অসাধারণ ফিনিশিংয়ের কল্যাণে বড় সংগ্রহ পেয়েছে দলটি।


ব্যাট হাতে দশটি চার এবং দুটি ছক্কায় ১০২ রান করেছেন রহমত শাহ। আসগরের সঙ্গে তিনি জুটি গড়েন ১২০ রানের। আসগরের ব্যাটে আসে ৯২ রান।


এ ছাড়া উইকেটরক্ষক আফসার জাজাই করেন ৪১ রান। শেষদিকে ৫১ রানের মহা গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেছেন আফগান অধিনায়ক রশিদ খান।


বাংলাদেশের হয়ে ১১৬ রান খরচায় চার উইকেট নিয়েছেন টেস্ট বিশেষজ্ঞ স্পিনার  তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান এবং সাকিব আল হাসান। একটি করে উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।


বাংলাদেশ একাদশঃ 


সৌম্য সরকার, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস , মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান। 


আফগানিস্তান একাদশঃ


ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, জহির খান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball