ফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি সালমারা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে শনিবার থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ফোর্থহিল ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটের ব্যবধানে হারায় সালমারা। এরপর দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৬ রানে হারিয়েছিল বাংলাদেশ নারী দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁরা বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ১৩ রানের ব্যবধানে হারিয়েছে। সেমিফাইনালে আয়ারল্যান্ড নারী দলকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
সেই সঙ্গে বিশ্বকাপের মূল পর্বেও জায়গা করে নেয় বাংলাদেশ। থাইল্যান্ড 'বি' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্বের সেমিফাইনাল খেলেছে। সেমিফাইনালে তাঁরা পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে।
আগামী বছর (২০২০) ফেব্রুয়ারি-মার্চে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ার মাটিতে। বাছাইপর্বের গত আসরে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ নারী দল।