মাঠে ঢুকে পড়া সাকিব ভক্তের কাণ্ড

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অন্যরকম এক কাণ্ড ঘটালেন বাংলাদেশ ক্রিকেটের এক ভক্ত। মূলত বলা যায়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভক্ত তিনি।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলায় কাণ্ডটি ঘটান এই ভক্ত। প্রথম সেশনের ১৩তম ওভারে বোলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।

এমন সময় পূর্ব গ্যালারি দিয়ে মাঠে ঢুকে পড়েন এক লোক। দৌড়ে চলে যান উইকেটের ঠিক কাছাকাছি। বাংলাদেশের অধিনায়কের কাছ থেকে সামান্য কিছু দূরে হঠাৎ দাঁড়িয়ে পড়েন তিনি।
সাকিবকে সামরিকবাহিনীর সদস্যদের মতো প্রথমে স্যালুট করেন লোকটি। এরপর হাঁটু গেড়ে বসেন দেশসেরা ক্রিকেটারের সামনে এবং তাঁকে ফুল নিবেদন করেন।
সাকিব ফুল নেয়ার পর দূরে সরে যাচ্ছিলেন। সেই ভক্ত সাকিবকে ধরার চেষ্টা করলে বারবার হাত সরিয়ে নিচ্ছিলেন তিনি। মাঠে থাকা বাংলাদেশের ক্রিকেটার এবং আফগান ক্রিকেটাররা অবাক হয়ে সাকিব ভক্তের কাণ্ড দেখেন।
এরপর নিরাপত্তাকর্মীরা এসে লোকটিকে মাঠের বাইরে নিয়ে যান। যথারীতি খেলা শুরু হয়।