রাহুলের সমালোচনায় লক্ষ্মণ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ভারত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম দেখালেও তাদের ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তায় দলটির সাবেক ক্রিকেটাররা। বাজে ফর্মের কারণে ওপেনার লোকেশ রাহুলের সমালোচনাও করেছেন ভারতীয় কিংবদন্তিদের অনেকে।
সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন ডানহাতি ওপেনার রাহুল। চার ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ৪৪, ৩৮, ১৩ এবং ৬। ওপেনারের এমন পারফর্ম মানতে পারছেন না সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
রাহুলের দক্ষতা এবং সামর্থ্য নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই। কিন্তু এতো সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারছেন রাহুল, যা চিন্তায় ফেলছে ভারতীয় দলকে।

লক্ষ্মণ বলেছেন, 'ভারতের অনেক ইতিবাচক দিক ছিল কিন্তু প্রশ্ন উঠছে তাদের ব্যাটিং নিয়ে। নতুন মৌসুমের শুরুতে চেতেশ্বর পুজারা হতাশ করেছে। কিন্তু সবচেয়ে বেশি চিন্তার বিষয় লোকেশ রাহুলের ফর্ম।
তাঁর সামর্থ্য নিয়ে কখনোই প্রশ্ন করা যায় না। এমনকি সে টেস্ট ক্রিকেটে নতুনও নয়। সে অনেক সুযোগ পেয়েছে কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি।'
রাহুলের পরিবর্তে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের ওপেনার রোহিত শর্মাকে সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
তাঁর মতে, 'আমি আগেও পরামর্শ দিয়েছিলান রোহিত শর্মাকে টেস্ট ওপেনার হিসেবে সুযোগ দিতে। আমি বিশ্বাস করি, সে সুযোগ পাওয়ার যোগ্য কারণ সে অসাধারণ ক্রিকেটার।'
ভারতের হয়ে ৩৬ টেস্ট খেলেছেন রাহুল। ৫টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। এক বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে শেষ সেঞ্চুরিটি করেছিলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।