দ্বিতীয় দিন অলৌকিক কিছু করতে চান তাইজুল
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথম দিন শেষে আফগানিস্তানের পাঁচ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। বাকি পাঁচ উইকেট দ্বিতীয় দিনের শুরুতেই তুলে নিতে চান অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। প্রয়োজনে অলৌকিক কিছু ঘটাতেও প্রস্তুত তিনি।
দিনের প্রথম সেশনেই আফগানদের তিন উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় সেশন উইকেট শূন্য পার করতে হয়েছে স্বাগতিকদের। দিনের শেষ সেশনে এসে তরুণ স্পিনার নাঈম ইসলাম দুই বলে দুই উইকেট তুলে নেন।

সাজঘরে ফেরত পাঠান সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ্ এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ নবিকে। নাঈমের টানা দুই উইকেট নেয়াকেও অবিশ্বাস্য কিছুর সঙ্গে তুলনা করে তাইজুল বলেন, 'আমরা যদি ১০ রানে ৫ উইকেট ফেলে দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ।
তাই না? ক্রিকেটে অলৌকিক কিছু যে নেই তা কিন্তু না। কখনো হয়নি তাও হইতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। নাঈম দুই বলে দুই উইকেট পায়নি আজকে? ভালো ভালো ব্যাটসম্যান।'
'দুইজনই আউট হয়ে গেছে। একজন পার্টনারশিপ করেছিল। আর নাঈম দ্বিতীয় যে উইকেটটা পেয়েছে তা ওর বল হঠাৎ করে নিচু হয়ে গেছে। দেখেছেন মনে হয়। তো এরকম বল তো হতেই পারে ২/৩টা। তাই আশা ছাড়ছি না।' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যোগ করেন তিনি।
৯৬ ওভার ব্যাটিং করে ২৭১ রানে প্রথম দিন শেষ করেছেন আফগানিস্তান। ৮৮ রানে অপরাজিত আছেন আজগর আফগান। উইকেটে থিতু হয়ে যাওয়া এই ব্যাটসম্যান সহ বাকিদের যত দ্রুত সম্ভব ফেরাতে চান তাইজুল।