বাংলাদেশকে দিয়ে স্বপ্ন পূরণ করলেন রহমত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার স্বপ্ন দেখেছিলেন রহমত শাহ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে সেই সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে সাজঘরে ফিরে স্বপ্ন অধরা থেকে যায় তাঁর।
তবে স্বপ্ন পূরণ করতে বেশি অপেক্ষা করতে হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানকে। এরপরের টেস্টেই ছুঁয়ে ফেললেন শতরানের মাইলফলক। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রহমত তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

সেঞ্চুরি হাঁকানোর পর ইনিংস বেশি লম্বা করতে না পারলেও দলকে ভালো অবস্থানে রেখেই সাজঘরে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর সেঞ্চুরির দিনে ৫ উইকেটে ২৭১ রানের পুজি পেয়েছে আফগানিস্তান দল।
ক্যারিয়ারের অন্যতম এই সেরা দিনে রহমত শাহ এসেছিলেন আফগানিস্তান দলের হয়ে সংবাদ সম্মেলনে। সেখানে এসে নিজের স্বপ্নপূরণের কথা জানিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
রহমত বলেন, 'আফগানিস্তানের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার স্বপ্ন দেখেছিলাম।। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে আউট হওয়ার পর অনেক হতাশ হয়েছিলাম।
কিন্তু আজ সুযোগ পেয়ে এটাকে হাতছাড়া করিনি। আমার জন্য অনেক গর্বের মুহূর্ত ছিল এটি। দেশের হয়ে এই ফরম্যাট প্রথম হাফ সেঞ্চুরি এং সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান আমি।'