উইকেট মুখস্ত আফগানদেরঃ তাইজুল

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেট মুখস্ত হয়ে গেছে আফগানিস্তানের। যে কারণে তেমন কোনো প্রতিকূলতা ছাড়াই ব্যাটিং করে গেছেন আফগান ব্যাটসম্যানরা। বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম এমনটাই মনে করছেন।
উইকেটে কোনো বৈচিত্র্য খুঁজে পায়নি বাংলাদেশ দলের বোলাররা। তাই সেভাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেননি সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসানরা। যে কারণে প্রথম দিন প্রভাব খাতিয়েছেন আফগান দুই ব্যাটসম্যান রহমত শাহ্ এবং আজগর আফগান।
টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, 'না প্রত্যাশার বাইরে যায়নি। কারণ উইকেটটা আসলে এখন মুখস্ত উইকেট হয়ে গেছে। উইকেটে যদি মাঝে মধ্যে টার্ন করত কিংবা হঠাৎ সোজা যেত, তাহলে ওরাও আরও গুরুত্ব দিয়ে ব্যাটিং করত এবং উইকেটের সংখ্যাটাও বেশি থাকতো। কিন্তু এখন উইকেটের যে অবস্থা বল একই হচ্ছে। ওরাও মুখস্তই খেলছে।'

প্রথম দিন ৯৬ ওভার ব্যাটিং করে ২৭১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। যেখানে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান রহমত শাহ্। সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন সাবেক অধিনায়ক আজগর আফগানও।
দিনশেষে আফগানদের পাঁচ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তবে বাঁহাতি স্পিনার তাইজুল এটাকেই অর্জন হিসেবে দেখছেন। তাঁর মতে, এমন উইকেটে পাঁচ উইকেট অনেক ভালো অবস্থান।
আফগানিস্তান ভালো ব্যাটিংয়ের সুযোগ হারিয়েছে বলে মনে করছেন তাইজুল, 'আসলে উইকেট যেমন বোলাররা তেমনই বল করেছে। হয়তো এর থেকে একটু ভালো করতে পারতো। ভালো করতে পারতো মানে ৮টা, ৯টা উইকেট এখন থাকতো তা নয়।
উইকেটের আচরণ হিসেবে ৫ উইকেট ঠিক আছে। এর চেয়ে তাদের আরো ভালো করার সুযোগ ছিল। তারা আজ ৩০০ পার করলেও অবাক হওয়ার কিছু থাকতো না।'
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া সফরকারীদের চেপে ধরতে ব্যর্থ পারেনি বাংলাদেশ দল। যার পেছনে মূল ভূমিকা ছিল সাগরিকার স্টেডিয়ামটির অনুমেয় উইকেট।