promotional_ad

রহমত শাহর ইতিহাস

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্টে আফগানিস্তানের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন রহমত শাহ। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৮৬ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন আফগানিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান। সেঞ্চুরির পরই ব্যক্তিগত ১০২ রানে নাঈম হাসানের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।


সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন রহমত। তবে দুর্ভাগ্যজনক ভাবে ৯৮ রানে আউট হয়েছিলেন তিনি। এবার সেই আক্ষেপ ঘুচিয়েছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


এর আগে টেস্টে নবাগত আরেক দল আয়ারল্যান্ডের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন কেভিন ও'ব্রায়েন। এর আগে নিজ দেশের হয়ে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন অনেক কিংবদন্তি ক্রিকেটারই। টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম সেঞ্চুরিয়ান চার্লস ব্যানারম্যান।



promotional_ad

ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচেই সেঞ্চুরি হাঁকান অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের প্রথম সেঞ্চুরিয়ান হিসাবে ডব্লিউ জি গ্রেসের নাম ইতিহাসের পাতায় লেখা আছে।


সাদা পোষাকের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রথম সেঞ্চুরিয়ান জিমি সিনক্লেয়ার। আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান ক্লিফোর্ড রোচ টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকান।


নিউজিল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্টুয়ার্ট ডেম্পস্টারের হাত ধরে প্রথম সেঞ্চুরির দেখা পায়। ভারতের ক্রিকেট ইতিহাসে লালা অমরনাথের নাম অনেক কারণেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


তাঁর হাত ধরেই টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পায় ভারত। পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির রেকর্ডটি নজর মোহাম্মদের দখলে। শ্রীলঙ্কার হয়ে প্রথম টেস্ট হাঁকান সিদাথ ওয়েতিমুনি। 



জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ডেভ হাটন নিজ দলের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকান বাংলাদেশ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ঐতিহাসিক এই তালিকায় নাম লিখিয়েছেন রহমত শাহ।।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball