promotional_ad

জয়টাই আসল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে দীর্ঘ ৮ মাস পর ঘরের মাঠে খেলতে যাচ্ছে বাংলাদেশ। অভিজ্ঞতা, শক্তিমত্তা কিংবা নিজেদের কন্ডিশনের হিসেবে বাংলাদেশই এগিয়ে। তবে টেস্ট ক্রিকেটে নবাগত আফগানরাও খুব একটা পিছিয়ে নেই। বিশেষ করে স্পিন বোলিং আক্রমণে।


অবশ্য এই ম্যাচে প্রতিপক্ষের শক্তিমত্তা-সামর্থ্য ছাপিয়ে একটি জয়ই মুখ্য হয়ে উঠেছে। বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলের সময়টা ভালো যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করলেও টুর্নামেন্টের মাঝ পথেই কক্ষপথ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দৃষ্টিকটু ব্যাটিং, বাজে বোলিং এবং ফিল্ডারদের হতশ্রী পারফর্মেন্স ডুবিয়েছে বাংলাদেশকে।


সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ইংল্যান্ড পাড়ি দিলেও বিশ্বকাপ শেষ করতে হয়েছে ১০ দলের মধ্যে ৮ নম্বরে থেকে। এরপর শ্রীলঙ্কা সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গেলেও লাভ হয়নি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে বাংলাদেশকে। এমন পারফরফর্ম্যান্সের পর একটি জয়ের জন্য উন্মুখ হয়ে আছে টাইগাররা।


সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো দলই ছন্দে নেই। বাংলাদেশের হাই পারফরম্যান্স দল, 'এ' দল কিংবা জাতীয় দল ভালো করতে পারছে না কোনো ফরম্যাটেই। কদিন আগেই আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ 'এ' দল। এরপর ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ ব্যবধানে ড্র করে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।


শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চলতি সিরিজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ইমার্জিং দলেরও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে তারা। এরপর ২টি চারদিনের ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটি ড্র করেছে তারা। ফলে বাংলাদেশের ক্রিকেটের এই গুমোর পরিস্থিতি কাটাতে একটি জয়ই মূখ্য হয়ে উঠেছে। এর আঁচ পাওয়া গেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কথায়।



promotional_ad

এ প্রসঙ্গে সাকিব বলেছেন, 'যেহেতু আমাদের শেষ কিছু দিন ভালো সময় কাটেনি বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল, সবদিক থেকে, সেটা এ দল বলেন, একাডেমি বলেন, কোথাও আমরা ভালো পারফর্ম করতে পারিনি। কেবল অনূর্ধ্ব-১৯ দল ফাইনাল খেলেছে ইংল্যান্ডে। সেদিক থেকে চিন্তা করলে আমাদের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপুর্ণ।'


বাংলাদেশ এই ম্যাচে পাচ্ছে না নিয়মিত ওপেনার তামিম ইকবালকে। তাঁর বদলি হিসেবে সাদমান হোসেনের সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা লিটন দাসকে। বাংলাদেশ এই ম্যাচে চার স্পিনার নিয়ে খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজটিই উদাহরণ হতে পারে বাংলাদেশ দলের জন্য।


সাকিব, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসানদের নিয়ে গড়া স্পিন আক্রমণে ওয়েস্ট ইন্ডিজের ৪০ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। পেসারদের কোনো উইকেটই নিতে দেননি বাংলাদেশের এই চার স্পিনার। এবার পেসার না নিয়েই টেস্ট খেলার সাহস দেখাতে পারে বাংলাদেশ।


আফগানিস্তানের স্পিন আক্রমণকেও দুর্বল ভাবে দেখার সুযোগ নেই। অধিনায়ক রশিদ খানের সঙ্গে স্পিন আক্রমণের বড় ভরসা মোহাম্মদ নবি। তাদের সঙ্গে থাকবেন তরুণ চায়নাম্যান বোলার জহির খান। এই স্পিন ত্রয়ি বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন সেটা বলাই বাহুল্য। বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই এর কিছুটা ঝলক দেখিয়েছেন আফগান স্পিনাররা। আফগানিস্তান অধিনায়কও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটসম্যানদের অগ্নিপরীক্ষা দেখছেন।


এ প্রসঙ্গে রশিদ খানের ভাষ্য, 'এই কন্ডিশনে ব্যাটসম্যানদের রান করা কঠিনই হবে। যে টিকে থাকতে পারবে, চাপ সামলাতে পারবে, তারাই জিতবে। স্পিনারদের ঠিক জায়গায় বোলিং করতে হবে। ঠিক লেংথে বোলিং করতে পারলে উইকেট পাওয়া সহজ হবে। আগে এখানে স্পিনারদের ম্যাচ হতে দেখেছি। দুই দলেরই তাই ব্যাটসম্যানদের অগ্নিপরীক্ষা। যারা নিয়ন্ত্রণ নিতে পারবে, যারা স্নায়ুর সঙ্গে পেরে উঠবে, ঠিক সময়ে ঠিক কাজটা করবে তারাই জিতবে।'


ভেন্যুঃ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
সময়ঃ বাংলাদেশ সময় সকাল ১০টা।



বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- 


সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক),সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি। 


আফগানিস্তান একাদশ (সম্ভাব্য)- 


ইহসানউল্লাহ জানাত, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান,  মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, জহির খান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball