এক ধাক্কায় ইনজুরি শঙ্কায় দুই লঙ্কান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ইনজুরি শঙ্কায় পড়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ইনজুরি শঙ্কায় থাকা কুশল মেন্ডিস এবং শেহান জয়সুরিয়ার খেলা এখন অনিশ্চয়তায় রয়েছে।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে মেন্ডিস এবং জয়সুরিয়ার। ইনিংসের শেষ ওভারে কিউই ব্যাটসম্যান মিচেল স্যান্টনারের উড়িয়ে মারা বলটি লুফে নিতে বলের দিকে দৌড়ান দুইজনই।

জয়সুরিয়া লং অন থেকে এবং মেন্ডিস দৌড় দেন মিডউইকেট অঞ্চল থেকে। ক্যাচটি নিতে পারলে খেলার লাগাম শ্রীলঙ্কার হাতে যাওয়ার সম্ভাবনা ছিল। যদিও ক্যাচটি লুফে নেন জয়সুরিয়া। কিন্তু শেষ মুহূর্তে মেন্ডিসের সঙ্গে ধাক্কা খেয়ে বাউন্ডারির ওপর আছড়ে পড়েন জয়সুরিয়া এবং মেন্ডিস।
এরপর দুইজনকেই ব্যথায় কাতরাতে দেখা যায়। তবে ক্যাচ লুফে নিলেও রক্ষা হয়নি জয়সুরিয়ার। কেননা শেষ পর্যন্ত সেটি ছক্কা ঘোষণা করেন আম্পায়ার। ফলে নিউজিল্যান্ডের স্কোর সমতা হয়।
এরপর জয় নিয়ে মাঠ ছাড়তে দেরি হয়নি টিম সাউদিদের। একই সঙ্গে সিরিজও নিজেদের করে নেয় কিউইরা। ফলে দুই দিকেই কপাল পোড়ে লঙ্কানদের।
এই দুই ক্রিকেটারের চোট নিয়ে শ্রীলঙ্কা বোর্ড থেকে জানানো হয়, '(কুশল) মেন্ডিস ডানপায়ের ??াঁটুর ইনজুরিতে ভুগছে। (শেহান) জয়সুরিয়া ডানপায়ের হাঁটুর ওপরে চোট পেয়েছেন। মেন্ডিসের আজ এমআরআই করানো হবে এবং দিনের শেষের দিকে রিপোর্ট আসবে।'
যদিও এখন পর্যন্ত কোনো পরিবর্তনের কথা জানায়নি দলটির প্রধান নির্বাচক এবং টিম ম্যানেজার অশান্থা ডি মে।