ছিটকে গেলেন গাপটিল, ফিরছেন টেলর

ছবি: ছবিঃ নিউজিল্যান্ড ক্রিকেট

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে খেলা হচ্ছে মার্টিন গাপটিলের। সিরিজের দ্বিতীয় ম্যাচে তলপেটের পেশিতে চোট পান অভিজ্ঞ এই কিউই ব্যাটসম্যান।
এর ফলে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন গাপটিল। চোটে জর্জরিত নিউজিল্যান্ড এবার একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে। চোটের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলর।

তার জায়গায় একাদশে সুযোগ পাওয়া টম ব্রুস ব্যাটিংয়ের সময় হাঁটুর চোটে পড়েছেন। তাছাড়া, আঙুলের চোটে সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন।
এমন অবস্থায় দলটির সবচেয়ে স্বস্তির খবর ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেছেন টেলর। তবে ব্রুসকে আরও ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখবে নিউজিল্যান্ড। এমনটাই জানিয়েছেন দলটির কোচ গ্যারি স্টিড।
এ প্রসঙ্গে স্টিড বলেছেন, ‘রস খেলতে পারতো (দ্বিতীয় ম্যাচে), যদি আমরা সেটা খুব চাইতাম। কিন্তু আমরা তাকে চাপে রাখতে চাইনি। পরের ম্যাচের জন্য আমাদের আরও ৪৮ ঘণ্টা হাতে আছে, তার (ব্রুস) অবস্থা কেমন হয় সেটা আমরা দেখবো।’
নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ফার্গুসনের বিকল্প হিসেবে কাউকে নিচ্ছে না তারা। তবে গাপটিলের বদলি হিসেবে বাঁহাতি ওপেনার হামিশ রাদারফোর্ডকে ডেকে পাঠিয়েছে কিউইরা।
সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। এরই মধ্যে বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।