promotional_ad

বিশ্বকাপ থেকে একধাপ দূরে সালমারা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুন এবং জাহানারা আলমরা। ৫ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে লড়বে বাংলাদেশের মেয়েরা।


স্কটল্যান্ডের ফোর্টহিলে বাংলাদেশ সময় বিকাল তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি। বৃহস্পতিবারের ম্যাচটি জিতে বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করলেই ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের জন্য কোয়ালিফাই করবে সালমা খাতুনের দল।



promotional_ad

বাছাই পর্বে 'এ' গ্রুপে স্বাগতিক স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়েছে ফারজানা হক, আয়েশা রহমানরা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছে বাংলাদেশ নারী দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। 


মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃষ্টি বাঁধায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে স্কটল্যান্ডকে ১৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেট এবং পাপুয়া নিউগিনিকে ৬ রানে হারিয়েছিল তারা।


সালমাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড 'বি' গ্রুপের দ্বিতীয় দল। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলছে আইরিশ নারীরা। নেদারল্যান্ড এবং নামিবিয়াকে হারিয়েছে তারা। বাংলাদেশকে হারিয়ে বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য থাকবে আয়ারল্যান্ডের।



বাংলাদেশ নারী দলঃ সালমা খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, শোভানা মোশতারি, রিতু মনি, খাদিজা তুল কুবরা, আয়শা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা এবং শামীমা সুলতানা।


স্ট্যান্ডবাইঃ সুরাইয়া আজমিম, লতা মন্ডল এবং শারমিন আক্তার সুপ্তা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball