promotional_ad

বন্ধু সাকিবের সঙ্গে লড়াই উপভোগ করবেন রশিদ

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আপাতত সাকিব আল হাসানের সঙ্গে বন্ধুত্ব দূরে সরিয়ে রাখতে চান আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বন্ধু সাকিবের সঙ্গে লড়াইটা উপভোগ করাই লক্ষ্য আফগান দলপতির।


২০১৮ এবং ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব এবং রশিদ খান। দুই আসরে একইসঙ্গে খেলার ফলে বন্ধুত্ব তৈরি হয় বিশ্বের অন্যতম সেরা এই দুই ক্রিকেটারের মধ্যে।



promotional_ad

নিজ নিজ দেশের নেতৃত্ব কাঁধে নিয়ে ৫ সেপ্টেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব-রশিদ। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রশিদ বলেছেন, 'দারুণ মজা হবে। সানরাইজার্সের হয়ে আইপিএলে আমরা একত্রে খেলেছি। অসাধারণ দুই বছর অতিবাহিত করেছি।


অনেক উপভোগ করেছি সময়টা। মাঠে এবং মাঠের বাইরের সময়ও আমরা উপভোগ করেছি। আমরা অনেক ভালো বন্ধু। এই মুহূর্তে দেশের হয়ে ভাবছি এবং দেশের হয়ে খেলার সময় আপনি সবসময়ই শতভাগ দিতে চাইবেন।'


রশিদ খান আরও যোগ করেন, 'সবসময়ই সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবেন যখন দেশের হয়ে খেলবেন। দলের অধিনায়কত্ব করা আমাদের দুজনের কাছেই রোমাঞ্চকর। দুইজনই চেষ্টা করব নেতৃত্ব দিয়ে দলকে সেরাটা দিতে। এই মুহূর্ত আমার জন্য রোমাঞ্চকর এবং উপভোগ্য। আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করব।'



আফগানদের তিন ফরম্যাটের অধিনায়ক রশিদ খান। দলকে যে কোনো মূল্যেই সর্বোচ্চ ফলাফলটা দিতে চান তিনি। তাই দেশের প্রসঙ্গ এলে সকল সম্পর্ক দূরে রাখাই শ্রেয় মনে করছেন বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball