টেস্ট ক্রিকেটে ধৈর্যই সবঃ রশিদ খান
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ধৈর্যের খেলা টেস্ট ক্রিকেট। দীর্ঘ পরিসরের এই ফরম্যাটে প্রতিটি মুহূর্তে ধৈর্যের পরীক্ষা দিতে হয় ক্রিকেটারদের। এই পরীক্ষায় পাস করা দলই সফলতার মুখ দেখে। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের ভাবনা এমনই।
ম্যাচের পরিমাণ টেস্টে তেমন গুরুত্ব বহন করে বলে মনে করেন না রশিদ খান। তাঁর মতে, ক্রিকেটে প্রতি দিনই নতুন দিন। আর সেটা যদিও হয় টেস্ট ম্যাচ, তাহলে ধৈর্যের পরীক্ষা থাকবে প্রতিনিয়ত। সেটা দিতে হবে দুই দলকেই।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রশিদ খান বলেছেন, 'টেস্ট ক্রিকেটের মূল জিনিস ধৈর্য এবং প্রতিটি খেলোয়াড়েরই এর পরীক্ষা দিতে হবে। এটা শুধু আমাদের জন্য না, প্রত্যেক ক্রিকেটারকে পরীক্ষা দিতে হবে যার টেস্ট খেলে।
এটা কোনো বিষয় না আপনি ২০০ অথবা ৩০০ ম্যাচ খেলেছেন। আমার মনে হয় যখন মাঠে নামবেন সবকিছুই পরিবর্তিত দেখবেন এবং শূন্য থেকে শুরু করতে হবে। তাই প্রতেকের ধৈর্যের পরীক্ষা দিতে হবে।'
টেস্ট ক্রিকেটের পরীক্ষা দিতে প্রস্তুত রশিদ-নবিরা। নিজেদের দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য প্রস্তুত করেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের বিপক্ষে লড়াই করতে এসেছে তাঁরা।
সাকিবের দলের বিপক্ষে শতভাগ দিতে প্রস্তুত তাঁরা, 'আমরা এর (ধৈর্য) জন্য প্রস্তুত। টেস্ট ক্রিকেটের জন্য আমরা সেরা অনুশীলনটা করেছি এবং ইনশাআল্লাহ্ শতভাগ দিতে পারব এবং ভালো করতে পারব।'