promotional_ad

বিশ্বকাপের পারফরম্যান্স ভুলে যাক সাকিবঃ রশিদ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্স করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলার আগে সেই পারফরম্যান্সের কথা ভুলে যাবেন সাকিব, প্রত্যাশা আফগান অধিনায়ক রশিদ খানের।


যদিও নিছক মজার ছলেই চট্টগ্রামে সাংবাদিকদের এমনটা বলেছেন এই লেগস্পিনার। সাকিবকে দ্রুত আউট করতে মুখিয়ে থাকবে আফগানিস্তান, একথাও জানিয়ে রাখলেন রশিদ।


promotional_ad

তিনি বলেন, 'বিশ্বকাপ অসাধারণ গিয়েছে সাকিবের। এভাবে কাউকে বিশ্বকাপ খেলতে এবারই প্রথম দেখেছি আমি। একইসাথে ব্যাটে-বলে সে অবদান রেখে গিয়েছে। তবে এটা ভিন্ন কন্ডিশন এবং ভিন্ন ফরম্যাট। 


এ ছাড়া বিশ্বকাপের পর লম্বা সময় সে খেলেনি। আশা করি বিশ্বকাপে সাকিব যা করেছে সেটা সে ভুলে যাবে (হাসি..)। যত দ্রুত সম্ভব তাকে আমরা আউট করার চেষ্টা করব।'


বিশ্বকাপে সাকিব মোট আট ইনিংসে ৮৬.৫৭ গড়ে সাকিব করেছেন ৬০৬ রান। সাকিবের এই গড় টুর্নামেন্টের সর্বোচ্চ। মোট আটটি ম্যাচ খেলা সাকিব সাতটি ইনিংসেই ন্যূনতম ৫০ রান অতিক্রম করেছেন। দুটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন পাঁচটি হাফ সেঞ্চুরি।


এ ছাড়া বল হাতে সাকিব আট ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার সাকিব যিনি ৬০০ এর ওপর রান ও ১০টিরও বেশি উইকেট নিয়েছেন।


দুর্দান্ত অধিনায়কত্ব এবং ব্যাটিং পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই পুরস্কারের দৌড়ে উইলিয়ামসনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের সাকিব, ভারতের রোহিত শর্মা আর অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball