আমরা টেস্টে নতুন হলেও সামর্থ্যবানঃ রশিদ
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্রিকেটে 'নবাগত' তকমা এখনও যায়নি আফগানিস্তানের। গত বছরই (২০১৮) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোষাকের ক্রিকেটে অভিষেক হয়েছে আফগানিস্তানের। প্রথম ম্যাচে ইনিংস এবং ২৬২ রানের ব্যবধানে হেরেছিল আফগানরা।
অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পায় রশিদ খান-মোহাম্মদ নবিরা। তাঁরা আয়ারল্যান্ডকে ৭ উইকেটের ব্যবধানে হারায়। বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় টেস্টে মাঠে নামবে রশিদের দল।

ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে নতুন হলেও নিজেদের সামর্থ্যের অভাব দেখছেন না আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার আগে ইতিবাচক ক্রিকেট খেলার দিকেই নজর টেস্ট ক্রিকেটে নবাগতদের।
এ প্রসঙ্গে রশিদ বলেছেন, 'একটা জিনিস কি, আপনি প্রতিটি ম্যাচ থেকেই শিখতে পারেন। এই ফরম্যাটটি আমাদের জন্য নতুন। কিন্তু অবশ্যই আমাদের প্রতিভা এবং আমাদের সামর্থ্য আছে। এখন আমাদের শুধু ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।'
বাংলাদেশের বিপক্ষে ধৈর্য ধরে খেলাই ল??্ষ্য এখন আফগানিস্তানের। আফগান অধিনায়কের মতে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং মাঠে শান্ত থাকতে হবে তাদের। তাহলেই ইতিবাচক ফলফলের আশা করতে পারেন তাঁরা।
রশিদের ভাষ্য, 'আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে এবং আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ধৈর্যই খেলাটির সব, আমাদের ঠান্ডা থাকতে হবে এবং শান্ত থাকতে হবে। আমরা যদি এটা করতে পারি অবশ্যই ফলাফল ইতিবাচক হবে।'
একমাত্র টেস্টে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। অভিজ্ঞতা, শক্তি, কন্ডিশন; সবকিছু বিবেচনায় বাংলাদেশ যে এগিয়ে থাকলেও, আত্মবিশ্বাসই মূল মন্ত্র রশিদের দলের।