পার্থক্য গড়বেন কারা, জানালেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্পিন দিয়ে আফগানিস্তানের দুর্গে আঘাত করার পরিকল্পনা সাজাতে চাইছে বাংলাদেশ। আফগানিস্তান দলও হাঁটতে পারে বাংলাদেশের পথে। তবে, সাকিব আল হাসান মনে করছেন, দুই দলের এই পরিকল্পনা ভেস্তে দেয়ার ক্ষমতা আছে ব্যাটসম্যানদের।
তার মতে, সিরিজের একমাত্র টেস্টের ফলাফলে পার্থক্য গড়ে দিতে পারে দুই দলের ব্যাটিং। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন টাইগার এই অধিনায়ক।

সাকিব বলেন, 'দেখুন দেশে আমরা তো ভালোই বোলিং করেছি। আমাদের স্পিনাররা যখনই সুযোগ পেয়েছে, তাদের পছন্দমতো উইকেট যখন পেয়েছে, সবসময়ই ভালো করেছে। তবে সেটি বলার পরও, ওদেরও কোয়ালিটি স্পিনার আছে। আমার মনে হয় যে পার্থক্য গড়ে দিতে পারে এখানে দুই দলের ব্যাটিংটাই।'
ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষ দলের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানা জরুরি বলে মনে করেন সাকিব। শুধু প্রতিপক্ষ নয়, নিজেদের শক্তি এবং দুর্বলতা জানা থাকলেও ইতিবাচক কিছু পাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সাকিব আরও বলেন, 'হ্যাঁ, একটি দলের বিপক্ষে যখন প্রস্তুতি নিতে হয়, তখন নিজেদের শক্তি-দুর্বলতা জানা যেমন জরুরি, একইসঙ্গে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা জানাটাও জরুরি।
এই সবকিছু মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এই সিদ্ধান্তগুলো সাধারণত দলের সবাই মিলেই আসে। পরে হযতো কিছু কিছু মতামত আসে, তার পর সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করা হয়।'