promotional_ad

পেস বোলারদের সুযোগের সদ্ব্যবহার করতে হবেঃ সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরের মাটিতে টেস্ট খেলার সময় স্পিন আক্রমণেই ভরসা রাখে বাংলাদেশ। এ কারণে আলোচনায় আসে না পেসারদের পারফরম্যান্স। টেস্ট বোলারদের উচিৎ সুযোগ পেলেই ভালো পারফর্ম করে দলে জায়গা পাকা করা, এমনটা মনে করছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।


চট্টগ্রামে গণমাধ্যমে সাকিব বলেন, 'পেসাররা যখনই সুযোগ পাবে, তখন যেন ভালো করতে পারে। তারা যেন এটা দলকে বোঝাতে পারে যে তাদের জায়গাটা প্রাপ্য। তাহলে ভালো হবে। বিদেশে গেলে তো বেশির ভাগ সময় ২-৩ পেসারই খেলে। ওই জায়গায় ওদের পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ।


দেশে স্পিনারদের পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই টেস্টের পরই আমাদের ভারত ও পাকিস্তানে সিরিজ, দুটিই দেশের বাইরে। তখন আমাদের পেস বোলারদের বড় ভূমিকা পালন করতে হবে যদি টেস্ট জিততে হয়। ওদের ভূমিকা নাই, এটা তাই নয়। তবে জায়গামতো ভুমিকা পালন করতে হবে।'



promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়েছে তিন পেসার- আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেনকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইকেটের আচরণ পেসবান্ধব হলে সম্ভাবনা থাকবে পেসারদেরও, মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।


'অনেক সময় দেখা যায় যে চট্টগ্রামে যেমন উইকেট দেখা যায়, তেমন হয় না। যে ধরণের উইকেটই হবে, চেষ্টা করব সেটার সঙ্গে দ্রুততম সময়ে মানিয়ে নেওয়ার এবং প্রতিপক্ষের চেয়ে আরও ভালোভাবে মানিয়ে নেওয়ার। সেটি করতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।'


টেস্টে একটানা বোলিং করে যাওয়ার মন মানসিকতাও অনেক সময় থাকে না পেসারদের। নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে কাজ করে নিজেদের সমস্যার সমাধান করবেন পেসাররা, আশাবাদী সাকিব।


তিনি আরও বলেন, 'আমি যেহেতু পেস বোলার নই, ওদের মন মানসিকতা আমার জন্য বোঝা কঠিন। একটা কারণ হতে পারে, ঘরোয়া ক্রিকেটে ওরা এতটা বোলিং করে অভ্যস্ত নয়। হয়তো ফিটনেসের সমস্যা হতে পারে।



তবে যেটাই হোক, আমি নিশ্চিত, পেস বোলিং কোচ নতুন যিনি এসেছেন, বোলারদের সঙ্গে ওসব নিয়ে কাজ করবেন এবং এই জায়গাগুলোতে উন্নতি করবে ওরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball