উইন্ডিজ বধের মন্ত্র আফগানিস্তান সিরিজেও?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরের মাঠে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে স্পিন আক্রমণ দিয়েই ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। প্রথম টেস্টে একমাত্র পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান খেললেও মিরপুরে দ্বিতীয় টেস্টে নিয়মিত কোনো পেসারকে ছাড়াই মাঠে নামে সাকিব আল হাসানের দল।
চট্টগ্রাম ক্যারিবিয়ানদের স্পিন দিয়ে ঘায়েল করার পর দ্বিতীয় টেস্টে একমাত্র পেসার হিসেবে দলে ছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচেও স্পিনারদের অবদানেই ম্যাচ জিতে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশ।
ঘরের মাঠে গেল সিরিজে স্পিন আক্রমণ দিয়ে সে সাফল্য এসেছিল সেটার ধারাবাহিকতা দেখা যেতে পারে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টেও। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসা দলপতি সাকিব আল হাসানের কথায় এমনই ইঙ্গিত মিলেছে।

একাদশ কেমন হবে সেটা নিয়ে খোলামেলা কথা না বললেও ম্যাচ জেতার জন্য নিজেদের সেরা দল নিয়ে মাঠে নামবে টাইগাররা। প্রতিপক্ষকে হারাতে যে পরিকল্পনা সাজানো হবে, সেটাতে অটল থেকে সেই অনুযায়ী লড়াই করবে সাকিববাহিনী।
আর বেশী স্পিনার নিয়ে মাঠে নামাকে খারাপ চোখে দেখছেন না বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন, 'আমাদের চিন্তা থাকবে ম্যাচটি জেতার। সেটি যদি দুজন সিমার বা ৩ সিমার নিয়ে খেলতে হয়, খেলব। ১ সিমার নিয়ে খেলতে হলে খেলব। যেটাই আমরা পরিকল্পনা করব, সেটিতেই অটল থাকার চেষ্টা করব। পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব।'
ঘরের মাঠে স্পিন আক্রমণ দিয়ে প্রতিপক্ষ শিবিরে হানা দিলেও বিদেশের মাটিতে এই পরিকল্পনা কাজে আসে না বলে জানিয়েছেন সাকিব। তিনি আরও বলেন, 'আমি ব্যক্তিগতভাবে পাত্তা দেই না।
কারণ যখন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেলা হয়, চার সিমার খেলে, কোনো স্পিনার খেলে না, সেগুলো নিয়ে তো আমরা সমালোচনা করি না। আমার কাছে মনে হয় না এগুলো নিয়ে চিন্তা করার কিছু আছে। আমি এই বিষয়গুলো নিয়ে একদমই ভাবি না।'
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, 'পরিকল্পনা বলে দিলে তো গোপনীয়তা থাকে না। স্বাভাবিকভাবেই পরিকল্পনা আমি বলতে পারব না। যে দলই তৈরি করি, আমাদের চেষ্টা থাকবে জয়ের।'