promotional_ad

টেস্টে উপরে ব্যাটিং এখনই সম্ভব নয়ঃ সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
  
ওয়ানডে ক্রিকেটে একরকম জোর করেই তিন নম্বরে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। যদিও টেস্টে নিয়মিতই পাঁচ নম্বরে ব্যাটিং করেন তিনি। তিন নম্বর পজিশনে বিশ্বকাপে অবিস্মরণীয় পারফরম্যান্স করার পর বিশ্বসেরা এই অলরাউন্ডারকে টেস্টেও তিন নম্বরে চাইছেন কেউ কেউ। যদিও এই ব্যাপারে এখনই কিছু ভাবছেন না সাকিব।


এক্ষেত্রে বাস্তবতাই তুলে ধরলেন সাকিব। তাঁর মতে, টেস্টে একটানা বোলিং করে উপরের দিকে ব্যাটিং করাটা বেশ কঠিন। তবে কখনো বোলিং কমিয়ে দিলে উপরে ব্যাটিং করার সুযোগ লুফে নেবেন সাকিব।  


বুধবার গণমাধ্যমকে সাকিব বলেছেন, 'বিশেষ করে আমাদের দেশে বা উপমহাদেশের কোনও খেলায় অনেক ওভার বোলিং করতে হয়, এত ওভার বোলিং করে সঙ্গে সঙ্গে ওপরে ব্যাট করা কঠিন।



promotional_ad

যদি কখনও ওরকম সুযোগ আসে যে বোলিং কমিয়ে দিয়েছি বা ওরকম কিছু, হয়তো ইচ্ছে আসতেও পারে যে ওপরের দিকে ব্যাট করলাম।' 


টেস্ট ক্যারিয়ারে মোট চার ইনিংসে চার নম্বরে ব্যাটিং করেছেন সাকিব। বাঁহাতি এই ব্যাটসম্যান পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন ৪৫ ইনিংসে। এছাড়া ছয় নম্বরে ৩৬ বার, সাত নম্বরে ১৬ বার এবং আট নম্বরে দুইবার ব্যাটিং করেছেন তিনি।


২০১৮ সালে শেষবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে চার নম্বরে ব্যাটিং করেছিলেন সাকিব। পেস সহায়ক সেই উইকেটে অন্যান্য বোলারের তুলনায় তুলনামূলক কম ওভার করতে হয়েছিল তাঁকে।



সেই উদাহরণ টেনে সাকিব আরও বলেন, 'শেষবার যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলেছি, আমি চারেই ব্যাট করেছিলাম। তবে সত্যি কথা হলো, তিন-চারে ব্যাটিং করলে, দ্রুত উইকেট পড়ে গেলে, ২৫-৩০ ওভার বোলিং করে আবার তখনই ব্যাটিং করার কঠিন।


মনোযোগ টেস্টে অনেক বেশি গুরুত্বপূর্ণ টেস্টে একজন ব্যাটসম্যানের জন্য। মনোযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ হলো কতটা তরতাজা অবস্থায় ব্যাট করতে পারেন। এজন্য একটু পরে ব্যাট করাটাই আমার জন্য মনে হয় ভালো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball