promotional_ad

১১জন ফিট খেলোয়াড় নেই নিউজিল্যান্ডের!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জিতলেও শেষ টি-টোয়েন্টির আগে ইনজুরি দুশ্চিন্তায় আছে ব্ল্যাক ক্যাপ্সরা। 


মাঠে নামার জন্য এগারোজন ফিট খেলোয়াড় নেই নিউজিল্যান্ড দলে। তাই লঙ্কানদের হোয়াইট ওয়াশ করার মিশনে মাঠে নামার আগে দল সাজাতে হিমশিম খেতে হচ্ছে টিম সাউদির দলকে।



promotional_ad

চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে পারেননি রস টেলর। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছিলেন টম ব্রুস। যিনি ব্যাটিংয়ের সময় হাটুতে চোট পেয়েছেন। এছাড়া ওপেনার মার্টিন গাপটিল ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ব্যাটিংয়ে নামেননি।  


এর আগে পেসার লকি ফার্গুসন আঙ্গুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তার বদলি হিসেবে কারো নাম ঘোষণা করেনি কিউইরা। সব মিলিয়ে ১০জন ক্রিকেটার ম্যাচ খেলার জন্য ফিট আছেন।


যদিও নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি আশাবাদি শেষ ম্যাচের আগে ফিট হয়ে ওঠবেন রস টেলর। সাউদি বলেন, আমরা ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় আছি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো। আশা করছি ১১জন ফিট খেলোয়াড় নিয়েই মাঠে নামবো। 



আগামী ৬ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে নিউজিল্যান্ড এবং স্বাগতিক শ্রীলংকা। শেষ ম্যাচের আগে এখনো দুই দিন সময় থাকায় ১১জন ফিট খেলোয়াড় নিয়ে মাঠে নামার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball