হরভজনের হ্যাটট্রিকে সন্দেহ আছে গিলক্রিস্টের

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি ভারতের হয়ে টেস্ট হ্যাটট্রিক করেছেন জাসপ্রিত বুমরাহ। হরভজন সিং এবং ইরফান পাঠানের পর ভারতের হয়ে টেস্টে হ্যাটট্রিক পেয়েছেন তিনি। বুমরাহর হ্যাটট্রিকের পর আলোচনায় এসেছে হরভজনের হ্যাটট্রিক। সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট হরভজনের হ্যাটট্রিক নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
২০০১ সালে কলকাতা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন হরভজন। তাঁর তিন শিকার ছিল যথাক্রমে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট এবং শেন ওয়ার্ন।

বুমরাহর হ্যাটট্রিকের পর হরভজনের হ্যাটট্রিকের ভিডিও টুইটারে প্রকাশ করেন গিলক্রিস্ট। শিরোনামে লিখেন, 'ডিআরএস ছিল না'।
গিলক্রিস্টকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছিলেন হরভজন। আম্পায়ার উইকেটের সিগন্যাল দিলে টিভি রিপ্লেতে দেখা যায়, হরভজনের বল স্টাম্পের লাইন মিস করে।
তখন রিভিউ নেয়ার নিয়ম ছিল না বলে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে হয় গিলক্রিস্টকে। ১৮ বছর পর বুমরাহর হ্যাটট্রিক দেখে পুরনো স্মৃতি রোমন্থন করেন গিলক্রিস্ট।
সদ্য সমাপ্ত জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট হ্যাটট্রিক তুলে নেন বুমরাহ। ক্যারিবীয়দের প্রথম ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে লোকেশ রাহুলের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন বুমরাহ।
এরপর শামার ব্রুকস ও রোস্টন চেজকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন এই পেসার। যদিও চেজকে প্রথমে আউট দেননি আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে তাকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বুমরাহ।