গ্র্যান্ডহোম-ব্রুসের ব্যাটে সিরিজ জিতল নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
কলিন ডি গ্র্যান্ডহোম এবং টিম ব্রুসের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁরা ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে।
শ্রীলঙ্কার দেয়া ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার কলিন মুনরো (১৩) এবং টিম সেইফার্ট (১৫)। ওয়ান ডাউনে নেমে ব্যর্থ হয়েছেন স্কট কুগেলেইনও।
মিডল অর্ডারে দারুণ এক জুটি গড়ে নিউজিল্যান্ডকে জয়ের পথে রাখেন কলিন ডি গ্র্যান্ডহোম এবং টম ব্রু। পঞ্চম উইকেটে এই দুজনের জুটি থেকে এসেছে ১০৯ রান। গ্র্যান্ডহোম ৫৯ রান করে ফেরার পর ৫৩ রান করে আউট হয়ে যান ব্রুসও।

এরপর দ্রুত ফিরে যান ডেরি মিচেল (১)। তবে মিচেল স্যান্টনার (১০) এবং অধিনায়ক টিম সাউদি (০) মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শ্রীলঙ্কার হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন আকিলা দনঞ্জয়া। ১টি করে উইকেট পেয়েছেন ইসুরু উদানা এবং ওয়ানিদু হাসরঙ্গা।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪০ রানের মধ্যেই দুই ওপেনার কুশল মেন্ডিস (২৬) এবং কুশল পেরেরার (১১) উইকেট হারায় শ্রীলঙ্কা। মিডল অর্ডারে দলের হাল ধরেন আভিষ্কা ফার্নান্দো (৩৭) এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা (৩৯)।
এই দুজন ফেরার পর শেহান জয়াসুরিয়া (২০) ছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ১৬১। নিউজিল্যান্ডের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন শেঠ রেন্স। ২টি করে উইকেট গেছে সাউদি এবং কুগেলেইনের ঝুলিতে। ১টি উইকেট পেয়েছেন ইশ সোধি।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ১৬১/৯ (২০ ওভার) (আভিষ্কা ৩৭, ডিকভেলা ৩৯; রেন্স ৩/৩৩)
নিউজিল্যান্ডঃ ১৬৫/৬ (১৯.৪ ওভার) (গ্র্যান্ডহোম ৫৯, ব্রুস ৫৩; দনঞ্জয়া ৩/৩৬)