শুরুটা জয় দিয়ে হোক, চাওয়া ডমিঙ্গোর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাসেল ডমিঙ্গোর নতুন যাত্রা। বাংলাদেশকে নিয়ে এই যাত্রাপথ শুভ করতে চান তিনি। জয় দিয়ে শুরু করতে চান সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের নিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট।
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে রশিদ খান, মোহাম্মদ নবিদের বিপক্ষে বাংলাদেশের দীর্ঘ পরিসরের ক্রিকেটের পরীক্ষা। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের ম্যাচটি যেমন গুরুত্ব পাচ্ছে দলের ক্রিকেটারদের কাছে। তেমনি প্রথম মিশন সফল হতে চাইছেন দক্ষিণ আফ্রিকান ডমিঙ্গোও।

জহুর আহমেদ স্টেডিয়ামে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজের ইচ্ছা নিয়ে ডমিঙ্গো বলেছেন, 'অবশ্যই, আমি চাই জয় দিয়ে শুরু করতে। কেউ হারের জন্য খেলে না। এটা দারুণ ব্যাপার জয় দিয়ে শুরু করা।'
ডমিঙ্গোর দুই পূর্বসুরী চান্দিকা হাথুরুসিংহে এবং স্টিভ রোডস বাংলাদেশকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন পরাজয় দিয়ে। দুজনেরই প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ। দুইবারই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
এবার ডমিঙ্গো মিশন শুরু করেছেন ঘরের মাঠে সিরিজ দিয়ে। কোচদের পরাজয় দিয়ে যাত্রা শুরু করার ধারা ভাঙার সম্ভাবনা রয়েছে এই সিরিজে।