আপাতত পরিদর্শক ডমিঙ্গো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দল নির্বাচনে আপাতত পরিদর্শক হিসেবেই থাকতে চান বাংলাদেশের নবনিযুক্ত কোচ রাসেল ডমিঙ্গো। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য নির্বাচক এবং অধিনায়কের পরিকল্পনায় ভরসা রাখছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
ডমিঙ্গোর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাজেই এখনই দায়িত্বের চর্চা করা যৌক্তিক মনে করেছেন না তিনি। এদেশের সিস্টেমের সঙ্গে মানিয়ে এখন নিজের ভাবনা জুড়ে দিতে চান না ডমিঙ্গো।

হঠাৎ কোনো দলের কাঠামোতে বড় পরিবর্তন আনা সম্ভব নয়, জানেন অভিজ্ঞ এই কোচ। যে কারণে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার এবুং অধিনায়ক সাকিব আল হাসানের পরিকল্পনা অনুযায়ী সামনে এগোতে চান তিনি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, 'বাংলাদেশের দায়িত্বে এটিই আমার প্রথম ম্যাচ। দল কেমন পারফর্ম করে, দেখতে মুখিয়ে আছি আমি। গত কয়েকটি টেস্ট ম্যাচে কার্যকর হয়েছে, এমন একটি সিস্টেমে আচমকাই আমূল পরিবর্তন আনা কঠিন।'
'দল নির্বাচনের ক্ষেত্রে তাই আপাতত আমি পেছন থেকেই দেখছি। নির্বাচকরা ও সাকিব (অধিনায়ক) আমাকে তাদের ভাবনার কথা জানিয়েছে। তাদের পথে এগোতে আমার কোনো সমস্যা নেই। নিজের ভাবনা জুড়ে দেওয়ার আগে আমি দেখতে চাই এটা কিভাবে কাজ করে।'
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। আসন্ন এই টেস্টের একাদশ নির্বাচনে কোনো ভূমিকা রাখছেন না ডমিঙ্গো, যা তাঁর বক্তব্যে স্পষ্ট।