ওয়ানডে বিশ্বকাপ জিততে টি-টোয়েন্টি থেকে অবসর!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি ফরম্যাটে আর দেখা যাবে না ভারতের নারী দলের ক্রিকেটার মিতালি রাজকে। মঙ্গলবার এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই ব্যাটম্যান।
মূলত ২০২১ সালের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এই ঘোষণা দিয়েছেন মিতালি। আসন্ন বিশ্বকাপে সম্পূর্ণরূপে মনোযোগী হতে চান ডানহাতি এই ব্যাটসম্যান।
মিতালির অধীনে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে, ডার্বিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারতের নারী দল। দেশটি ৩২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার মধ্যে আছে তিনটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০১২ (শ্রীলঙ্কা), ২০১৪ (বাংলাদেশ) ও ২০১৬ (ভারত) বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন মিতালি। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘২০০৬ সাল থেকে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে আসছি আমি।
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কারণ হচ্ছে, আমি ২০২১ সালে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য আমার শক্তি মজুদ রাখতে চাই। আমার স্বপ্ন আছে দেশের জন্য একটি বিশ্বকাপ জেতার। তার জন্য আমি নিজের সেরাটা দিতে চাই।
বিসিসিআইকে ধন্যবাদ আমাকে সমর্থন দেওযার জন্য এবং দক্ষিণ আফ্রিকার নারীদের বিপক্ষে হতে যাওয়া সিরিজের জন্য ভারতীয় টি-টোয়েন্টি দলকে শুভকামনা জানাই।’
দেশের হয়ে এখন পর্যন্ত মোট ৮৯টি আর্ন্তজাতিক টি-টোয়েন্টি খেলেছেন মিতালি। যার মধ্যে রয়েছে ১৭টি ফিফটি, রান করেছেন ২৩৬৪ রান। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৭ রান।
২০১৯ সালে, ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এছাড়া ভারতের নারী দলের হয়ে ২ হাজার রানের মাইলফলক ছোঁয়া একমাত্র ক্রিকেটার তিনি। সেই সঙ্গে এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহের দিক দিয়ে ষষ্ঠ স্থানে আছেন মিতালি।