বাংলাদেশ শিবিরে নতুন ভীতি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রশিদ খানের লেগ স্পিন নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ। সঙ্গে নতুন করে যোগ হয়েছে নতুন আরেক ভীতি। চায়নাম্যান (বাঁহাতি লেগ স্পিনার) জহির খানের ভয় দূর করতে বাংলাদেশের ব্যাটসম্যানরা শরণাপন্ন হয়েছেন প্রযুক্তির।
নবনিযুক্ত বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, জহির খানের পরীক্ষায় সফল হতে ভিডিও ফুটেজ দেখছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা। সেই সঙ্গে তাঁকে মোকাবেলা করতে ব্যাটসম্যানরা প্রস্তুত বলে জানিয়েছেন এই প্রোটিয়া।

ডমিঙ্গো বলেন,'আমরা গতকাল তার কিছু ফুটেজ দেখেছি। আমাদের কয়েকজন তাকে বিপিএলে ও বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় কিছুটা খেলেছে। দেখুন, দিনশেষে প্রস্তুতি ম্যাচ নিয়ে এত ভাবা যাবে না। টেস্ট ম্যাচ আর গা গরমের ম্যাচ পুরো ভিন্ন।'
বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চায়নাম্যান এই বোলার। বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জহির খানের পারফরম্যান্স কিছুটা হলেও ভাবনায় ফেলছে ডমিঙ্গোর শিষ্যদের।
চট্টগ্রামের দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বিসিবি একাদশের বিপক্ষে ৫ উইকেট শিকার করা এই স্পিনারকে শুভকামনা জানিয়েছেন ডমিঙ্গো। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, সাকিব-মুশফিকরা ভালোভাবেই সামাল দিবেন তাঁকে।
'তার জন্য শুভ কামনা। তবে আমাদের ছেলেরা প্রস্তুত। যারা ওকে খেলেছে, তারা সবার সঙ্গে আলোচনা করেছে কীভাবে সামলানো যায়। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে আমরা ভালোই সামলাতে পারব।' মঙ্গলবার বলেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।