আমরা আন্ডারডগঃ আফগান কোচ
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের জন্য মরিয়া নয় আফগানিস্তান। জিততেই হবে এমন কোনো চাপ নিচ্ছে না তারা, জানিয়েছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি মোলস। নিজেদের ছোট দল হিসেবেই ভাবছেন তিনি।
ঘরের মাঠে বাংলাদেশ দল বেশ শক্তিশালী, ভালোই জানা মোলসের। আফগানিস্তানের চেয়ে টেস্ট খেলার অভিজ্ঞতাও বেশি সাকিব আল হাসানের দলের। তাই বাংলাদেশের বিপক্ষে হারলেও আফগানরা শিক্ষা নিতে পারবে বলে বিশ্বাস করছেন এই ইংলিশম্যান।

মঙ্গলবার সংবাদিকদের মুখোমুখি হয়ে মোলস বলেছেন, 'আমরা যদি ভালো না খেলি তাহলে এটা আমাদের জন্য শিক্ষণীয় হবে। সবদিক থেকে আমাদের উন্নতি করতে হবে এবং আরও টেস্ট ক্রিকেট খেলতে হবে। দীর্ঘদিন ধরে ঘরের মাঠে বাংলাদেশ দল ভালো খেলছে এবং আমরা এখানে আন্ডারডগ হয়ে এসেছি।'
আন্ডারডগ হলও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আফগানরা। দীর্ঘ পরিসরের ক্রিকেটের মেজাজ ধরে রেখে সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারলে যে কোনো কিছু করার সামর্থ্য আছে রশিদ খানের দলের, বিশ্বাস মোলসের।
'চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। কোনো ঘোরের মধ্যে নেই আমরা। যদি সঠিক সময়ে, সঠিক জায়গায় জ্বলে উঠতে পারি তাহলে পরবর্তী পাঁচ দিনে বিশেষ কিছু করার সামর্থ্য রাখি আমরা।' বলেছেন তিনি।
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের টেস্ট ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।