শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে ঘরোয়া সহিংসতার অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পশ্চিমবঙ্গ আদালত। শামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে এলে ১৫ দিনের মধ্যে ভারতীয় এই পেসারকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
হত্যার চেষ্টা, হিংস্রতা এবং সহিংসতার অভিযোগ এনে মার্চে হাসিন জাহান মামলা দায়ের করেছিলেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় এই অভিযোগ দায়ের হয়।

যদিও শামির বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সেলিম রহমান। তাঁর মতে, জাহানের অভিযোগে কোনো মারাত্মক অপরাধমূলক কিছু পাওয়া যায়নি।
সেলিম বলেন, ‘পুলিশের কাছে করা হাসিনা জাহানের অভিযোগ পত্রে হত্যা করার চেষ্টা কিংবা বিষ প্রয়োগের চেষ্টা, এমন কিছু পাওয়া যায়নি। এ ছাড়া জাহানের শাশুড়ী, শ্বশুর এবং ননদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পুলিশ বরখাস্ত করেছে।’
এদিকে জাহানের আইনজীবী অনির্বাণ গুহা ঠাকুরতা বলেছেন, ‘এটা আদালতের নির্দেশ যে আপাতত শামি বাইরে খেলছে, তাই তাঁকে ১৫ দিনের সময় দেয়া হয়েছে আত্মসমর্পণ করার জন্য। আদালতের নির্দেশে লেখা আছে, যদি সে আত্মসমর্পণ না করে তাহলে আদালত অন্য ব্যবস্থা নেবে। গ্রেফতারি পরোয়ানা ১৫ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
শামি আইনগত পদক্ষেপ না নিলে আদালতের এই আদেশ অনুসরণ করতে পারবে পুলিশ, জানিয়েছেন তাঁর আইনজীবী। সেলিম বলেন, ‘শামির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে বলেছে, ভারতে ফিরে আসার পরে তাকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। পরোয়ানা তখনই কার্যকর হবে, যখন শামি আইনগত পদক্ষেপ না নেয়।’
এই মামলা আপাতত শামির ক্রিকেট ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলছে না। কারণ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছেন, এটা শামির ব্যক্তিগত সমস্যা। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে তারা।