promotional_ad

বাংলাদেশকে চমকে দিতে চাইবে আফগানিস্তানঃ ডমিঙ্গো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মাত্র দুইবার সাদা পোশাকে লড়াই করেছে আফগানিস্তান। যেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের মুখ দেখে দলটি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের তৃতীয় টেস্ট ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পাচ্ছে রশিদ খানের দল। 


বাংলাদেশের সদ্য নিযুক্ত কোচ রাসেল ডমিঙ্গোর দাবি, বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আফগানিস্তান। বাংলাদেশকে চমকে দেয়াই প্রধান লক্ষ্য থাকবে তাদের। যে কারণে প্রতিপক্ষ হালকা ভাবে নিচ্ছে না সাকিব আল হাসানের দল।



promotional_ad

সেই সঙ্গে বাংলাদেশের মতো আফগানিস্তানও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বলে বিশ্বাস করেন এই প্রোটিয়া। এছাড়া উপমহাদেশের কন্ডিশন পরিচিত হওয়ায় এখান থেকেই বাড়তি সুবিধা নিতে চাইবে রশিদ খানের দল। 


ডমিঙ্গো বলেন, 'অবশ্যই, তারা মাত্র এই ফরম্যাটে যাত্রা শুরু করেছে। তারা মুখিয়ে থাকবে জয় নিয়ে মাঠ ছাড়ার জন্য। কন্ডিশন তাদের সহায়তা করবে এমনটা বিশ্বাস রাখবে তারা। 


যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে খেলা হতো তাহলে তাদের জন্য কিছুটা কঠিন হতো। তারা বাড়তি আত্মবিশ্বাসী থাকবে এবং আমাদের চমকে দিতে চাইবে।'



বৃহস্পতিবার সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball