বুমরাহকে পেয়ে আমরা ভাগ্যবানঃ কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জসপ্রিত বুমরাহকে দলে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কারণ টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট; তিন ফরম্যাটেই ভারতীয় দলকে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন ডানহাতি এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ ছিলেন বুমরাহ। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পেছনে বড় ভূমিকা পালন করেছে বুমরাহর বিধ্বংসী বোলিং। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন এই পেসার।

ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তিনি। সঙ্গে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট হ্যাটট্রিক। দুই টেস্টে বুমরাহর উইকেট সংখ্যা মোট ১৩টি।
তিন ফরম্যাটেই বল হাতে রাজত্ব করছেন ২৫ বছর বয়সী বুমরাহ। বুমরাহর সামর্থ্যের তারিফ করেছেন কোহলি, 'তাঁকে (বুমরাহ) দলে পেয়ে আমরা খুবই ভাগ্যবান।
এমন একজনকে দেখা খুব আনন্দের যে কিনা টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বোলার হিসেবে দলে এসে ওয়ানডের পর এখন টেস্টেও জায়গা করে নিয়েছে।'
মাত্র ১২ টেস্ট খেলেই নামের পাশে ৬২ উইকেট যোগ করেছেন বুমরাহ। ওয়ানডেতে ৫৮ ম্যাচ খেলা এই পেসারের উইকেট সংখ্যা ১০৩। টি-টোয়েন্টিতে ৪২ ম্যাচ ৫১ উইকেট নিয়েছেন বুমরাহ।