দুশ্চিন্তায় আফগান শিবির
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের আগে চোট নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে আফগানিস্তান শিবির। যদিও কোনো ক্রিকেটারকে নিয়ে চিন্তা করতে হচ্ছে না তাদের। অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি মোলসের পায়ের চোট ভাবাচ্ছে সফরকারীদের।
পায়ের চোটের কারণে ক্রাচে ভর দিয়ে হাঁটছেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন এই কোচ। মঙ্গলবার অনুশীলনে এভাবেই উপস্থিত হন তিনি।

বাম পায়ের তালুতে অস্ত্রোপচার করে বাংলাদেশ সফরে এসেছেন মোলস। ডায়াবেটিস থাকার কারণে এখানে আসতেই তাঁর অস্ত্রোপচার করা জায়গা ফুলে যায়। পুঁজ জমা হতে থাকে সেখানে।
পরবর্তীতে সোমবার চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে গিয়ে পায়ের পুঁজ বের করেন তিনি। এরপর মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে আসেন ক্রাচে ভার দিয়ে।
পায়ের বর্তমান অবস্থা নিয়ে আফগান কোচ বলেন, ‘আমি ঠিক আছি। কিন্তু ১০ দিন আগে যখন আমি হেঁটে বাসায় ফিরছিলাম, নজরে পড়ল আমার পায়ের তালুর কিছু অংশের চামড়া ক্ষত। আমরা নিশ্চিত হতে গিয়েছি কোনো ইনফেকশন আছে কিনা। সেখানে দেখা গেল কিছু মৃত চামড়াও আছে এবং সেটা কেটে ফেলতে হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। তেমন ব্যথা নেই।'
ইংল্যান্ড বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের দায়িত্ব ছেড়ে দেন ফিল সিমন্স। তাঁর পরিবর্তে অ্যান্ডি মোলসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে রশিদ খান, মোহাম্মদ নবিরা।