সাকিবকে ভয় পাচ্ছে না আফগানিস্তান
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে অবশ্য তাঁকে ভয় পাচ্ছে না আফগানিস্তান।
দলটির অন্তর্বর্তীকালিন কোচ অ্যান্ডি মোলস জানিয়েছেন, সাকিবের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন না তিনি। বিশ্বসেরা এই অলরাউন্ডার ছাড়াও বাংলাদেশে আরও কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছেন, যাদের নিয়ে আফগানরা পরিকল্পনা করছে।

এ প্রসঙ্গে মোলস বলেছেন, 'আমাকেও তার মুখোমুখি হতে হবে। আমি তাকে ভয় পাচ্ছি না। তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে এবং সেও একজন বিশ্বমানের খেলোয়াড়। কয়েক বছর ধরেই সে দারুণ ধারাবাহিক।'
সাকিবের ধারাবাহিকতার দারুণ প্রশংসা করেছেন আফগানিস্তান কোচ। নিজ দলের খেলোয়াড়দের সাকিবের মতো ধারাবাহিক হতে আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিকতার অনন্য নজির গড়তে হবে আফগান খেলোয়াড়দের।
'আমরা ধারাবাহিক নই এবং আমরা খুব খারাপ ক্রিকেট খেলি। সাকিবের মতো ধারাবাহিক হওয়া আমাদের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ। আপনি জানেন আমাদের এটাই করে দেখাতে হবে।'
আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান। টেস্ট সিরিজ শেষে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে রশিদ খানের দল।