নাম-নম্বর নিয়ে টেস্টে নামছেন সাকিবরাও
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি মাসের ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়ে নতুন শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
আসন্ন টেস্ট ম্যাচেই বাংলাদেশের ক্রিকেটারদের জার্সির পেছনে নাম ও নম্বর থাকবে । ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় না পরলেও এক সিরিজ আগেই এই যাত্রা শুরু হচ্ছে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদদের।

ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো দেশগুলো ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে। বাংলাদেশের এই যাত্রা শুরু হবে ভারতের বিপক্ষে আগামী নভেম্বরে। এর আগেই এই সিরিজ দিয়ে জার্সির পেছনে নাম-নম্বর লাগিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।
মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করেছেন আফগানিস্তান দলের ক্রিকেটাররা। সে সময় বাংলাদেশ দলের খেলোয়াড়রাও সেখানে নিজেদের ঝালাই করতে গিয়েছিলেন।
অনুশীলন শেষে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের সঙ্গে আড্ডায় মাতেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বেশ খানিকক্ষণ নিজেদের মধ্যে আলাপ করেন তারা।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নামলেও বাংলাদেশ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু হবে ভারতের বিপক্ষে। চলতি বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব ক্রিকেটের নতুন এই যাত্রার সঙ্গী হবে বাংলাদেশও।