সেরা কম্বিনেশন খুঁজে পাননি যুবাদের কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য সেরা কম্বিনেশন এখনো খুঁজে বেড়াচ্ছেন দলটির প্রধান কোচ নাভিদ নেওয়াজ। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগেই এই সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস করছেন শ্রীলঙ্কান এই কোচ।
সম্প্রতি ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের যুবারা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনাল খেলেছে আকবর আলীর দল। কিন্তু ফাইনালে ভারতের বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরে যায় দলটি।

ইনিংসের মাঝপথে ব্যাটিং বিপর্যয় ত্রিদেশীয় সিরিজ হারের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন যুবাদের প্রধান কোচ। সেরা কম্বিনেশন না পাওয়াতেই এমন হয়েছে বলে মনে করেন তিনি।
এশিয়া কাপের পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এই সিরিজগুলো খেলে বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন খুঁজে পাবেন বলে বিশ্বাস নাভিদ নেওয়াজের।
সোমবার মিরপুরে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে নাভিদ বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ডে ছেলেরা ভালো খেলেছে। বেশিরভাগ জিনিসই আমরা সঠিক করেছি, অনেকদিন ধরে সেই সফরের জন্য প্রস্তুতি নিয়েছি। ছেলেরা ট্রেইনিংয়ের সময় ভালো করেছে। আমাদের ভালো ফলাফলও দিয়েছে কিন্তু ফাইনালে পরাজয় হতাশাজনক ছিল। আমি বিশ্বাস করি, আমরা শক্তিশালী দল এবং ভারতকে ফাইনালে হারানোর মতো সামর্থ্যবান। মাঝের ওভারে ব্যাটিং বিপর্যয়ে ২৫-৩০ রান কম করেছি আমরা এবং ফাইনাল হেরেছি।’
‘কম-বেশি ভালোর একটি সমন্বয় পেয়েছি। আমরা এখনো ব্যাটিং এবং বোলিং বিভাগের কম্বিনেশন নিয়ে কাজ করছি, চেষ্টা করছি সমাধান করতে। আমরা সাত ব্যাটসম্যান নাকি ছয় ব্যাটসম্যান এবং অলরাউন্ডার খেলাবো, এই জায়গায় এখনো সন্তুষ্ট নই। এটা পরবর্তী কয়েক মাসে উন্নতি হয়ে যাবে এবং আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত হয়ে যাব।’ যোগ করেন লঙ্কান এই কোচ।
২০২০ সালের ১৭ জানুয়ারি মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩তম আসর। দ্বিতীয়বারের মতো এই আসরের আয়োজক হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।