নাঈমকে পরিণত করছেন সাকিব-মুশফিক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন সবাই। ব্যতিক্রম নন তরুণ অফ স্পিনার নাঈম হাসানও। নিজের বোলিংকে আরও শাণিত করছেন তিনি।
অনুশীলনের জন্য ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকেই বেশি পছন্দ নাঈমের। বাংলাদেশ দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং, তাঁর প্রস্তুতির মান বাড়িয়ে দেয় বলে মনে করছেন ১৮ বছর বয়সী নাঈম।
সোমবার অনুশীলন শেষে সাংবাদিকদের নাঈম বলেন, 'উনাদের (সাকিব-মুশফিক) বিপক্ষে বোলিং আমাকে ভালো অনুশীলনে সাহায্য করে।'

এদিন আধঘণ্টারও বেশি সময় সাকিব-মুশফিকের বিপক্ষে নেটে বোলিং করতে দেখা গেছে তাঁকে। যদিও দুই ব্যাটসম্যানের একজনকেও পরাস্ত করতে পারেননি নাঈম। তাঁর বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে গেছেন সাকিব-মুশফিকরা।
স্পিন খুব ভালো খেলেন সাকিব-মুশফিক। যে কারণে এই দুই ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করা নাঈমের জন্য চ্যালেঞ্জ। অনুশীলনে সাকিব-মুশফিককে নাস্তানাবুদ না করতে পারলেও প্রস্তুতিটা ভালো হচ্ছে এই অফ স্পিনারের।
নাঈমের ভাষায়, 'মুশফিক ভাই, সাকিব ভাইদের বিপক্ষে নেটে বোলিং করলে অনেক চ্যালেঞ্জ থাকে। কারণ উনারা অনেক ভালো স্পিন খেলেন। বিশ্বমানের ক্রিকেটার উনারা।'
বাংলাদেশ দলের হয়ে দুটি টেস্ট খেলেছেন নাঈম। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেকেই নেন পাঁচ উইকেট এই অফ স্পিনার। এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন তিনি।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ৭ উইকেট নেন এই অফ স্পিনার। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে চান নাঈম।