নিজস্ব প্রক্রিয়াতেই সফলতা চান নাঈম

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের আনঅফিশিয়াল টেস্টে কদিন আগেই ৭ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছেন নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও আছেন বাংলাদেশের তরুণ ডানহাতি এই স্পিনার।
চটগ্রামের মাটিতে সাদা পোষাকে অভিষেক হয়েছিল নাঈমের। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন ডানহাতি এই স্পিনার। এবার নিজের ঘরের মাঠেই আফগানিস্তানের বিপক্ষে খেলতে চলেছেন তিনি।

আফগানদের মোকাবেলা করার আগে তিনি জানিয়েছেন, ক্যারিবীয়দের বিপক্ষে যে প্রক্রিয়া মেনে সফল হয়েছেন সেই প্রক্রিয়া মেনেই মাঠে নামবেন তিনি। সামর্থ্যের শতভাগ দিয়ে সফল্য পাওয়াই তাঁর লক্ষ্য।
এ প্রসঙ্গে নাঈম বলেছেন, 'চট্টগ্রামে খেলতে গেলে চিন্তা করি আমার প্রক্রিয়া অনুসরণ করবো। আমি যে প্রক্রিয়ায় খেলি সেটা অনুসরণ করার চেষ্টা করি এবং নিজে শতভাগ দেয়ার চেষ্টা করি।'
মোহাম্মদ নবি-রশিদ খানদের বিপক্ষে মাঠে নামার আগে বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন না নাঈম। নিজের প্রক্রিয়া মেনেই আফগান বধের পরিকল্পনা করছেন এই তরুণ।
'কোনো পরিকল্পনা নেই। আমাদের খেলার আগে তো বলে দেয় কিভাবে কি করতে হবে। ঐ প্রসেসটা অনুসরণ করে খেলতে হয়। প্রসেসটা মেনটেইন করে খেলে শতভাগ দিতে পারলে দিনশেষে সফলতা আসে।'