এশিয়া কাপের অনুপ্রেরণা ইংল্যান্ড সফর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে আকবর আলী, তৌহিদ হৃদয়রা। এবার মিশন এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে তারা। কারণ ইংল্যান্ড সফরের ফলাফল বাড়তি অনুপ্রেরণা হয়ে সঙ্গ দিবে তাদের, মনে করছেন দলের অধিনায়ক আকবর আলী।
যদিও ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ যুবারা। তবে আকবর মনে করছেন, তিন বিভাগেই তাঁর দলের ক্রিকেটাররা অসাধারণ খেলেছে। স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ দল হিসেবে ফাইনাল খেলে বাংলাদেশ।

ফাইনালেও লড়াই করেছে আকবরের দল। শেষ ম্যাচটা বাদ দিলে ইংল্যান্ড সফরে দারুণ সফল ছিল বাংলাদেশ, মনে করেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।
সোমবার ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে আকবর বলেন, 'ইংল্যান্ড সিরিজে আমরা শুধু ফাইনালটাই হেরেছি। ফাইনাল বাদে আমরা খুব ভালো টুর্নামেন্ট কাটিয়েছি। টেবিলের শীর্ষে থেকে ফাইনালে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি।'
'ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের কথা চিন্তা করলে আমাদের সফল একটি সফর গিয়েছে। ইংল্যান্ডে যেয়ে ইংল্যান্ড এবং ভারতকে হারানো আমাদের জন্য বাড়তি পাওনা ছিল। এই অভিজ্ঞতা আমরা এশিয়া কাপ কিংবা পরবর্তী সিরিজ এমনকি বিশ্বকাপেও কাজে লাগাতে পারব।' যোগ করেন তিনি।
গেল সফরে ইংল্যান্ডকে তিনবার হারিয়েছে বাংলাদেশ। শ???্তিশালী ভারতের বিপক্ষে জিতেছে একবার। স্বভাবতই সফল সিরিজ পার করেছে আকবররা। যা ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া যুব এশিয়া কাপে বড় ভূমিকা রাখবে।