পরিচিত কন্ডিশনই আত্মবিশ্বাস যোগাচ্ছে আফগানদের

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশে আসার আগে আবুধাবিতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করেছেন রশিদ খান-মোহাম্মদ নবিরা।
আরব আমিরাতের ৪৫ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে অনুশীলন করেছে আফগানরা। সেই তুলনায় বাংলাদেশের তাপমাত্রা বেশ সহনীয়। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া নিয়ে সন্তুষ্ট তিনি।

গত ৫-৬ বছরে নিয়মিতই বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। তাই পরিচিত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ৪-৫ দিনের বেশি লাগবে না বলে মনে করেন আফগানিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
'চট্টগ্রামের আবহাওয়া কিছুটা আন্দ্র কিন্তু আমরা আশা করছি ৪-৫ দিনের মধ্যে আমরা এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবো। গত ৫-৬ বছরে আমরা নিয়মিত বাংলাদেশে এসেছি। বেশিরভাগ ছেলেই এই আবহাওয়ার সঙ্গে পরিচিত।'
বাংলাদেশ সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে নবি বলেছেন, 'এখানের আবহাওয়া বেশ ভালো। আমরা মাত্রই আবুধাবির ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এসেছি। আমরা সেখানে ১০ দিন অনুশীলন করেছি।'
আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে আফগানিস্তান। মূল সিরিজের আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের মোকাবেলা করছে আফগানরা।