আকবরকে নেতৃত্বে রেখে এশিয়া কাপের দল ঘোষণা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ যুব দলের নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক আকবর আলী। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন তৌহিদ হৃদয়।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের আসর। আগামী ৩ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশে রওয়ানা দেবে আকবরের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।

ইংল্যান্ড সফরের দল থেকে তিন জনকে বাদ দেয়া হয়েছে। প্রান্তিক নাবিল, রিশাদ হোসেন ও অভিষেক দাসকে রাখা হয়নি এশিয়া কাপের দলে। তাঁদের পরিবর্তে দলে ঢুকেছেন অনিক সরকার, আশরাফুল ইসলাম সিয়াম এবং মিনহাজুর রহমান। বাদ পড়া এই তিনজনসহ মোট পাঁচজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের যুবারা। টুর্নামেন্টের ফাইনাল খেলেছে আকবর-হৃদয়রা। এশিয়া কাপেও দারুণ কিছু করার প্রত্যাশায় যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক) তানজিদ হাসান, পারভেজ হোসেন, অনিক সরকার, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তামজিম হাসান সাকিব, শাহীন আলম, মিনহাজুর রহমান এবং আশরাফুল ইসলাম সিয়াম।
স্ট্যান্ডবাইঃ হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোশ নাবিল।