মরগান ঝড়ে টি-টোয়েন্টির নতুন রেকর্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড গড়েছে মিডেলসেক্স। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ রান তাড়া করেছে ভিটালিটি ব্লাস্টের দলটি।
চলমান ইংলিশ টি-টোয়েন্টি লিগে ৩০ আগস্ট সমারসেটের দেয়া ২২৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে মরগানরা। ৭ উইকেট এবং তিন ওভার হাতে রেখেই পাহাড়সম এই রান পাড়ি দিয়েছে মিডেলসেক্স।

এই জয়ে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি ব্যাটসম্যান মরগান। তাঁর ২৯ বলে হার না মানা ৮৩ রানের ইনিংসে ম্যাচটি সহজেই জিতেছে মিডেলসেক্স। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়।
নিজের অনবদ্য ইনিংসটি ৫ চার এবং ৮ চারে সাজিয়েছেন মরগান। তাঁর ঝড়ো ইনিংসে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মিডেলসেক্স।
ম্যাচ শেষে মরগান বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা জানতাম যে আমাদের ইতিবাচক এবং খুবই ভালো খেলতে হবে। কিন্তু ছেলেরা যেভাবে শুরু করেছে তা ছিল অসাধারণ।’
আগে ব্যাটিং করে অধিনায়ক টম অ্যাবেলের ৪৭ বলে ১০১ রানের ইনিংসে ২২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সমারসেট। জবাবে মরগান, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মালান, পল স্টারলিংয়ের দারুণ ব্যাটিংয়ে এই রানের পাহাড়ও পাড়ি দিয়ে ফেলে মিডেলসেক্স।