প্রস্তুতি পরীক্ষায় রশিদ-নবিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্টের মানসিকতা তৈরি করতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামীকাল (১ সেপ্টেম্বর) প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে আফগানিস্তানও। বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দিনের ম্যাচটি। মূল ম্যাচের আগে নিজেদের আরেকটু ঝালিয়ে নিতে স্বভাবতই মুখিয়ে থাকবে আফগান ক্রিকেটাররা। বাংলাদেশের কন্ডিশনে ভালোভাবেই প্রস্তুতি সারতে চাইবে রশিদ খানের দল।
প্রস্তুতি ম্যাচের জন্য শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারের মিশেলে সাজানো হয়েছে বিসিবি একাদশের দলটি। এই ম্যাচে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

এ ছাড়া দলে আছেন অলরাউন্ডার নাঈম ইসলাম, উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, জুবায়ের হোসেন লিখনের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা।
ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, মেহেদী হাসান রানার মতো এক ঝাঁক তরুণ ক্রিকেটার সুযোগ পাচ্ছেন নিজেদের সামর্থ্য যাচাই করে নেয়ার।
৩০ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছায় আফগানিস্তান দল। বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে তারা। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্ট।
বিসিবি একাদশ স্কোয়াডঃ ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন (জুনিয়র), নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব ও ইরফান শুক্কুর।
আফগানিস্তান টেস্ট স্কোয়াডঃ রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, হাশমতউল্লাহ শহীদি, ইহসানউল্লাহ, ইকরাম আলি খিল, জাভেদ আহমাদি, মোহাম্মদ নবি, রহমত শাহ, ইয়ামিন আহমাদজাই, শাপুর জাদরান, ইব্রাহিম জাদরান, জহির খান, সৈয়দ শিরজাদ, আফসার জাজাই ও কাইস আহমেদ।