ল্যাঙ্গেভেল্টের মিশন ডট বল

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে ফেলে উইকেট নেয়ার কৌশল পেসারদের শেখাচ্ছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। যার জন্য তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের টানা ১২টি বল ডট করতে হবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
তাঁর মতে, টানা ডট বল করতে পারলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাংলাদেশি পেসাররা এই পন্থায় আগে কাজ করেনি বলে জানান ল্যাঙ্গেভেল্ট। কারণ অনুশীলনের প্রথম দিনই তিনি লক্ষ্য করেছেন, প্রতিটি বলেই উইকেট নিতে মরিয়া থাকেন তাসকিন-মুস্তাফিজরা।
যদিও শিষ্যদের ওপর সন্তুষ্ট ল্যাঙ্গেভেল্ট। প্রোটিয়া এই কোচ জানিয়েছেন, তাঁর পরামর্শ মতো কাজ করছে পেসাররা এবং দ্রুত উন্নতি করছে।

শনিবার মিরপুরে ল্যাঙ্গেভেল্ট বলেছেন, ‘এটা আমার দারুণ লাগছে, কারণ তারা (পেসার) দ্রুত শিখছে। আমি প্রথম দিন দেখেছিলাম তারা প্রতিটি বলই উইকেট নেয়ার জন্য করে। চেষ্টা করে প্রতিটি বলেই উইকেট তুলে নিতে। কিন্তু আমার কাছে মনে হয় ধারাবাহিক হওয়া জরুরী।’
‘এক টানা ১২টি বল ডট দেয়ার সামর্থ্য তৈরি করতে হবে। এরপর আমরা উইকেটের চেষ্টা করব। ১২টি বল ডট দিলে আপনি আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পাবেন। কিন্তু আমি জানি এই কন্ডিশন পেসারদের জন্য উপযুক্ত না। কিন্তু তবুও আমি সন্তুষ্ট যে তারা শিখছে।‘ যোগ করেন ল্যাঙ্গেভেল্ট।
সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের বিদায়ের পর ল্যাঙ্গেভেল্টের সঙ্গে ২ বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২২ আগস্ট থেকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন তিনি।
ল্যাঙ্গেভেল্টের কাজ উপভোগ করছেন পেসাররা। টেস্ট দলে ডাক পাওয়া পেসার তাসকিন আহমেদ বলেছেন, ‘আমরা যারা বোলার আছি, সবাই তাঁর কথামতো কাজ করার চেষ্টা করছি এবং ওরাও খুশি যে আমরা আসলে এক্সিকিউট করতে পারছি। ধারাবাহিকতা, লাইন এবং লেন্থ সব কিছু নিয়েই নতুন কোচের সঙ্গে (ল্যাঙ্গেভেল্ট) কাজ করছি। প্র্যাকটিসগুলো খুব ভালো ছিল।’
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে ল্যাঙ্গেভেল্টের প্রথম অ্যাসাইনমেন্ট।