প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি।
তরুণ এবং পুরনো ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে বিসিবি একাদশের স্কোয়াডটি। বাংলাদেশ দলের হয়ে খেলা পাঁচজন ক্রিকেটার রয়েছেন এই দলে। যারা হলেন, অলরাউন্ডার নাঈম ইসলাম, উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহান, জুবায়ের হোসেন লিখন এবং ফজলে মাহমুদ রাব্বি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ৮ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন নাঈম। বিজয়ের নামের পাশে রয়েছে ৪ টেস্ট, ৩৮ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।
নুরুল হাসান জাতীয় দলের হয়ে খেলেছেন ৩ টেস্ট, ২ ওয়ানডে এবং ৮ টি-টোয়েন্টি। ২টি ওয়ানডে খেলেছেন ফজলে মাহমুদ রাব??বি। জুবায়ের লিখন খেলেছেন ৬ টেস্ট, ৩ ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টি।
তরুণ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইরফান শুক্কুর, আল আমিন, মেহেদী হাসান রানার মতো ক্রিকেটাররা।
বিসিবি একাদশ স্কোয়াডঃ ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন (জুনিয়র), নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব, ইরফান শুক্কুর।