তাসকিন হতে চান তিন ফরম্যাটের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের দলের টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি; তিন ফরম্যাটে জায়গা পাকা করতে চান পেসার তাসকিন আহমেদ। যে কারণে কঠোর পরিশ্রম করছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ডাক পেয়েছেন এই পেসার। এখন লক্ষ্য বাকি দুই ফরম্যাটের জন্য নিজেকে যোগ্য করে তোলা।
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ডাক পান তাসকিন। কিন্তু ইনজুরির কারণে ছিটকে পড়তে হয় তাঁকে। লড়াই করেছেন ইনজুরি এবং ফিটনেসের সঙ্গে। আবারো নিজেকে প্রস্তুত করে জায়গা করে নিয়েছেন দলে।

এবার নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান তাসকিন। পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিতে চান সীমিত ওভারের ফরম্যাটেও। শুক্রবার মিরপুরে সাংবাদিকদের তাসকিন বলেন, 'আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আবারো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ঢুকতে পেরেছি। এখন লক্ষ্য থাকবে আরো বেশি কষ্ট করা, নিজেকে ফিট রেখে জায়গাটাকে ধরে রাখা। সামনে টেস্ট ছাড়াও আরো যেসব খেলা আছে সেখানে যেন সুযোগ পেতে পা???ি।'
'আমার যদি সুযোগ আসে তাহলে শতভাগ দিয়ে কাজে লাগানোর চেষ্টা করবো। আর আলহামদুহিল্লাহ যে স্কোয়াডে সুযোগ হয়েছে। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে দেশকে ভালো কিছু দিতে পারি।'
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় শেষবারের মতো টেস্ট খেলেছিলেন তাসকিন। সেই সিরিজেই শেষ ওয়ানডে খেলেন তিনি। এরপর ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিরলেও আবারো জায়গা হারাতে হয় এই পেসারকে।
এবার টেস্ট দলে জায়গা পাকা করার পাশাপাশি বাকি ফরম্যাটেও জায়গা চান তিনি। এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
'আল্লাহ্র রহমতে ভালো আছি। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। আমি কঠোর পরিশ্রম করছি, অতিরিক্ত কাজ করছি যেন ভালো কিছু করতে পারি।' বলেছেন তিনি।