promotional_ad

প্রস্তুত আফগানিস্তান

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে আফগানিস্তান। দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভিজ্ঞ না হলেও মানসিকভাবে প্রস্তুত আফগানরা, মনে করেন দলটির অধিনায়ক রশিদ খান।


বাংলাদেশের উষ্ণ আবহাওয়ার সঙ্গে সহজে মানিয়ে নিতে দুবাইয়ের গরমে প্রস্তুতি সেরেছে রশিদ খানের দল। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে উত্তরোত্তর উন্নতি করছে আফগানরা। কিন্তু টেস্ট ফরম্যাটে একদমই তরুণ দলটি।


২০১৮ সালে আইসিসির টেস্ট স্বীকৃতি পেয়েছে আফগানিস্তান। এখন পর্যন্ত খেলেছে মাত্র দুটি টেস্ট, যেখানে ভারতের বিপক্ষে হেরেছে এবং আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষেও ভালো করতে প্রস্তুত আফগানরা।



promotional_ad

রশিদ খানের নেতৃত্বে শুক্রবার (৩০ আগস্ট) ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান দল। এরপর চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েছে তারা। চট্টগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের আফগান অধিনায়ক বলেন, 'হ্যাঁ, টেস্ট বাকি ফরম্যাট থেকে ভিন্ন। আপনার এই ফরম্যাটের জন্য ভিন্ন মানসিকতা থাকতে হবে। এখানে যেমন চাপ বেশি তেমনি সময়ও পাবেন অনেক। তবে ক্রিকেটার হিসেবে আপনাকে ভিন্ন ফরম্যাটের জন্য প্রস্তুত থাকতে হবে।'


'আমরাও প্রস্তুত। চার দিনের এবং পাঁচ দিনের ক্রিকেট নিয়ে আমরা কাজ করেছি। মানসিকভাবে প্রস্তুত আমরা। এখানে (বাংলাদেশ) আসার পূর্বে আমরা অনুশীলন ক্যাম্পে এ নিয়ে কাজ করেছি। ইনশাআল্লাহ্‌, আমরা ইতিবাচক থেকে ভালো খেলার চেষ্টা করব।'


বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ আফগান দলপতি। তাঁর মতে, বিশ্বের অন্যতম সেরা দলের একটি এখন বাংলাদেশ। তবে যে কোনো দলের জন্য প্রস্তুত আফগানিস্তান, জানিয়েছেন রশিদ।


'আমরা বাংলাদেশ, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া; সব দলকেই দেখছি। বাংলাদেশ গত ৩-৪ বছরে সেরা দলের মতো খেলেছে। বিশ্বকাপে তাদের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। এদেশের ক্রিকেট উন্নতি হচ্ছে। দল হিসেবে এটাকে ইতিবাচক হিসেবে নিতে হবে। আমরা প্রত্যেক দলের জন্যই প্রস্তুত। আশা করছি ভালো একটি সিরিজ হবে।' বলেছেন করেন রশিদ।



আফগানিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক রশিদ খান। প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। নতুন দায়িত্বে পেয়ে বেশ উৎফুল্ল বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার।


তাঁর ভাষায়, 'অধিনায়কের নতুন দায়িত্বে রোমাঞ্চিত। চেষ্টা থাকবে ইতিবাচক খেলার এবং ম্যাচ উপভোগ করার।'


আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball