মাহমুদউল্লাহর সেঞ্চুরি, দুর্দান্ত তাসকিন-এবাদত

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে ক্রিকেটারদের প্রস্তুত করে নিচ্ছে বিসিবি। যে কারণে প্রাথমিক স্কোয়াডে থাকা ৩৫জন ক্রিকেটারদের নিয়ে মিরপুরে আয়োজন করা হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। লাল এবং সবুজ দুই দলে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। ৩০ আগস্ট (শুক্রবার) প্রথম দিনের খেলায় মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ২৬৮ রান সংগ্রহ করে সংগ্রহ সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লাল দল।
সকাল ১০টায় শুরু হওয়া এই ম্যাচে সবুজ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। কিন্তু ইনিংসের শুরুটা আশানুরূপ হয়নি লাল দলের। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা।
মাত্র ১৮ রানেই দুই ওপেনার জহুরুল ইসলাম অমি এবং মোহাম্মদ মিঠুন, অধিনায়ক সাকিবকে হারায় লাল দল। সাকিব ০ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন। এরআগে এবাদত ???োসেন ফিরিয়েছেন ১ রান করা মিঠুনকে। ১৩ রান করা জহুরুলকে ফেরান তাসকিন।
বিপদে পড়া দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। ১০৭ রানের নজরকাড়া ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১০১ বলে হাফ সেঞ্চুরি করার পর ১৮১ বলে করেন সেঞ্চুরি। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ভালো সঙ্গ দেন লিটন দাস, সাব্বির রহমান এবং আবু হায়দার রনি।

যদিও মাত্র ২৫ রানের ইনিংস খেলতেই সাজঘরের পথ ধরেন তিনে নামা লিটন। সাব্বির খেলেন ৩৪ রানের ইনিংস। মাঝে আসা-যাওয়ার মিছিলে ছিলেন ব্যাটসম্যানরা। শেষের দিকে এসে আবু হায়দার রনি ৪০ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন। দলের হয়ে রনির ইনিংসটি দ্বিতীয় সর্বোচ্চ।
শফিউল ইসলাম ১৯ এবং আবু জায়েদ রাহি খেলেছেন ৬ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৮৪.১ ওভার ব্যাটিং করতেই অলআউট হয়ে যায় লাল দল।
বল হাতে সবুজ দলের হয়ে দুর্দান্ত ছিলেন পেসার তাসকিন। একাই ৪ উইকেট নিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন দলকে। ১২.১ ওভার বোলিং করে ৪৫ রান দিয়েছেন এই পেসার।
বোলিংয়ে তাসকিনকে দারুণ সঙ্গ দিয়েছেন তরুণ পেসার এবাদত। ১৪ ওভার বোলিং করে ৪২ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ১টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং আরিফুল হক।
আগামীকাল (৩১ আগস্ট) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে সবুজ দল। যে দলে রয়েছেন মুশফিক, মমিনুল হক, সৌম্য সরকারের মতো ব্যাটসম্যানরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ লাল দলঃ ২৬৮ অলআউট, ওভার- ৮৪.১
মাহমুদউল্লাহ ১০৭, আবু হায়দার ৪০; তাসকিন ৪/৪৫, এবাদত ৩/৪২